বিপাকে পড়লেন ফ্রান্সের গাড়ি চালকরা

Spread the love

জ্বালানি নিয়ে বিক্ষোভের জেরে বিপাকে পড়েছেন ফ্রান্সের গাড়ির চালকরা। পেট্রোল পাম্পের সামনে অবরোধ করে রেখেছেন হলুদ গেঞ্জির বিক্ষোভকারীরা। বিশেষকরে বিপর্যস্ত ব্রিটানির গাড়ি চলাচল। এই অবরোধের জন্য বহু পেট্রোল পাম্পে হয় তেল ফুরিয়ে গিয়েছে, নয়তো কমে এসেছে। বন্দর শহর লোরিয়েঁ আর ব্রেস্টে অবস্থা খুবই খারাপ। যেখানে পেট্রোল-ডিজেল আছে, সেখানে লম্বা লাইন পড়েছে। গাড়ি নিয়ে কাজে বেরোতে পারছেন না বাসিন্দারা। অনেকে আতঙ্কে তেল বেশি করে তুলে নেওয়ায়া সঙ্কট বেড়েছে আরও। অনেক তেল কোম্পানি তেল নেওয়ার মাত্রা বেঁধে দিয়েছে। যাতে সবাই প্রয়োজনমতো তেল পেতে পারে তাই এই নিষেধাজ্ঞা। হালকা গাড়ির ক্ষেত্রে দিনে গাড়িপিছু ৩০ ইউরোর বেশি তেল নেওয়া যাবে না। ট্রাকের ক্ষেত্রে তা ২০০ ইউরো।

অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া তেল না নিতে আবেদন করা হয়েছে নাগরিকদের। ২০০টি পেট্রোল ডিপোর মধ্যে ৫টিতে এখনও ঢোকা যাচ্ছে না। ২৭ নভেম্বর থেকে সেগুলি অবরুদ্ধ। ব্রেস্ট শহরে নির্মাণ শ্রমিকরা অবরোধ চালাচ্ছেন। শুক্রবার থেকে কোনও ট্রাক সেখানে ঢুকতে বা বেরোতে পারছে না। নরম্যান্ডির ৩০টি পেট্রোল পাম্পও বন্ধ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*