ফ্রান্সের স্ট্রাসবুর্গে বন্দুকবাজের গুলিতে মারা গিয়েছেন ৩ জন, আহত ১৩। তাদের মধ্যে ৮ জনের আঘাত গুরুতর। আততায়ী আহত অবস্থায় ট্যাক্সি চেপে পালিয়ে গিয়েছে। ট্যাক্সির ড্রাইভারই জানিয়েছে, তার বাঁ পায়ে আঘাত লেগেছে। সে উগ্রপন্থী বলে জানাচ্ছে কর্তৃপক্ষ।
তাকে খুঁজতে নেমেছে ৩৫০ জনের একটি পুলিশ দল। সে ফ্রান্স ছেড়ে পালিয়েও যেতে পারে বলে মনে করা হচ্ছে। গোটা ফ্রান্সজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। স্ট্রাসবুর্গে দোকানপাট বন্ধ রাখা হয়েছে। স্ট্রাসবুর্গে নিষিদ্ধ হয়েছে বিক্ষোভ। মঙ্গলবার রাতে সেখানকার সেন্ট্রাল স্কোয়ারে ভিড়ঠাসা বড়দিনের কেনাকাটার মধ্যেই এই ঘটনা ঘটেছে।
আততায়ীর সঙ্গে পুলিসের গুলি বিনিময়ও হয় বলে জানা গিয়েছে। তাকে চেরিফ সি বলে উল্লেখ করছে ফরাসি টিভি। ফ্রান্সের সীমান্তে কড়া নজর রাখা হচ্ছে।
Be the first to comment