ফ্রান্সে অর্থনৈতিক সঙ্কট এবং জ্বালানির ওপর কর বাড়ানোর প্রতিবাদে গত ১৭ নভেম্বর থেকে সরকারবিরোধী আন্দোলন শুরু হয়েছে। অবশেষে জনতার দাবির কাছে নতিস্বীকার করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরঁ। সে দেশের নিম্ন আয়ের মানুষদের বেতন বাড়ানোর পাশাপাশি করের বোঝা কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সোমবার রাতে টেলিভিশনে জাতির উদ্দেশে ১৩ মিনিটের ভাষণে তিনি এ প্রতিশ্রুতি দেন। ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, সামাজিক ও অর্থনৈতিকখাতে জরুরি সংস্কারগুলো আনতে দৃঢ় পদক্ষেপ নেবে সরকার। খুব শীঘ্রই জনগণের ওপর করের বোঝা কমানো হবে। ম্যাকরঁ বলেন, ন্যূনতম মাসিক বেতন কমপক্ষে ১০০ ইউরো বাড়ানো হবে। ওভারটাইমের ওপর কোনও কর বসানো হবে না। তিনি তাঁর কথা বা ব্যবহারে কেউ আহত হলে সেজন্য ক্ষমাপ্রার্থনাও করেছেন। তিনি কবুল করেন, আন্দোলনের পিছনে মানুষের ক্ষোভ রয়েছে। তবে তাঁর এই প্রতিশ্রুতিতে কতটা কাজ হবে তা নিয়ে সংশয় রয়েছে। শনিবার ফের বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। এপর্যন্ত ৪৫০০ বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।
Be the first to comment