ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম রাশিয়া বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন। ঘোষিত দলে জায়গা হয়নি আর্সেনালের স্ট্রাইকার আলেক্সাজন্ডার লাকাজেত ও ম্যানইউর স্ট্রাইকার অ্যান্থনি মার্শালের। এছাড়াও দলে জায়গা হয়নি বায়ার্ন মিউনিখের মিডফিল্ডার কিংসলে কোমান এবং পিএসজি’র মিডফিল্ডার আদ্রিয়েন রাবিউত। চোটের কারণে ছিটকে গেছেন ইউরো কাপে দুরন্ত পারফরম্যান্স করা দিমিত্রি পায়েত এবং ডিফেন্ডার লরেন্স কোসিয়েনলি।
আগামী ১৬ জুন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে ফ্রান্স। গ্রুপ-বি তে ৯৮-র বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে রয়েছে অস্ট্রেলিয়া, পেরু এবং ডেনমার্ক।
চূড়ান্ত দল –
গোলকিপার: হুগো লরিস, স্টিভ মন্দান্দা, আলফোনসে, আরেওলা।
ডিফেন্ডার : লুকাস হার্নান্দেজ. প্রেসনেল কিমপেম্বে, বেঞ্জামিন মেন্ডি, বেঞ্জামিন পাভরাদ, আদিল রামি, দিবরিল সিদিব, স্যামুয়েল উমিতিতি, রাফায়েল ভারানে।
মিডফিল্ডার: এনগোলা কন্টে, ব্লাইস মাতুইদি, স্টেভেন এন’জঞ্জি, পল পগবা, কোরেনটিন তোলিসো।
ফরোয়ার্ডঃ ওসমান দেম্বলে, নাবিল ফেকির, অলিভার জিরাউড, অ্যান্টনি গ্রিজম্যান, টমাস লেমার, কিলিয়ান এমবাপে ও ফ্লোরিয়ান তাউভিন।
ফাইল ছবি
Be the first to comment