
রোজদিন ডেস্ক, কলকাতা:- ১ এপ্রিল থেকে দাম বাড়ছে একাধিক নিত্য প্রয়োজনীয় ওষুধের। প্রত্যেক অর্থবর্ষেই নতুন দাম নির্ধারণ করে সরকার। আগের বছরের ‘হোলসেল প্রাইস ইনডেক্স’-এর উপর ভিত্তি করে দাম পরিবর্তন করে কেন্দ্রীয় সরকার। এবারও নতুন দাম ধার্য করেছে ‘ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি’।
একসঙ্গে প্রায় ৯০০টি ওষুধের দাম বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় একাধিক ওষুধের দামও বেড়েছে বলে জানা যাচ্ছে। তালিকায় রয়েছে সংক্রমণ, ডায়াবেটিস, হার্টের সমস্যা সহ একাধিক রোগের ওষুধ। প্রায় ১.৭৪ শতাংশ করে মূল্যবৃদ্ধি হয়েছে বলে জানা গিয়েছে।
ভারতে জরুরি বা এসেনশিয়াল বলে যেসব ওষুধকে চিহ্নিত করা হয়, সেগুলির দামও বাড়ছে। সেই তালিকায় রয়েছে অ্যানাস্থেশিয়া, এন্টি অ্যালার্জি, নার্ভের ওষুধ, হার্টের সমস্যার ওষুধ, কান-নাক ও গলার চিকিৎসার ওষুধ। তালিকায় আছে প্যারাসিটামলও।
দাম বাড়ছে হার্টে বসানোর স্টেন্টেরও। যে সংস্থাগুলি স্টেন্ট তৈরি করে, তারা ১.৭৪ শতাংশ দাম বাড়িয়ে বিক্রি করতে পারে বলে জানিয়েছে NPPA।
Be the first to comment