
রোজদিন ডেস্ক, কলকাতা:- শনিবার রাতে নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১৮ জনের। আহত হয়েছেন অনেকে। মৃতদের মধ্যে ১১ জন মহিলা এবং ৪ শিশু এবং ৩ জন পুরুষ রয়েছেন বলে জানা গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই রেলের তরফে আর্থিক ক্ষতিপূরণের কথা ঘোষণা করা হয়েছে। রবিবার সকালে ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। যারা গুরুতর জখম হয়েছেন তাঁরা পাবেন ২.৫ লক্ষ টাকা। এবং যারা সামান্য আঘাত পেয়েছেন তাঁদের এক লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।
Deeply anguished to know about the loss of lives in a stampede at New Delhi Railway station. I extend my heartfelt condolences to the bereaved families and pray for speedy recovery of those injured.
— President of India (@rashtrapatibhvn) February 16, 2025
রবিবার সকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শোকপ্রকাশ করে এক্স হ্যান্ডেলে লেখেন, ‘নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে প্রাণহানির খবরে গভীরভাবে মর্মাহত। শোকাহত পরিবারের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
Distressed by the stampede at New Delhi Railway Station. My thoughts are with all those who have lost their loved ones. I pray that the injured have a speedy recovery. The authorities are assisting all those who have been affected by this stampede.
— Narendra Modi (@narendramodi) February 15, 2025
ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সহ অনেকেই। রাতেই এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনায় আমি মর্মাহত। যারা প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের সকলের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। পদপিষ্টের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে প্রশাসন।’
Devastating news from New Delhi Railway Station. I am extremely pained by the loss of lives due to stampede on Railway platform. In this hour of grief, my thoughts are with the bereaved families. Praying for the speedy of the injured.
— Rajnath Singh (@rajnathsingh) February 15, 2025
অন্যদিকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং লিখেছেন, ‘নয়াদিল্লি রেল স্টেশনে ভয়াবহ ঘটনা। প্ল্যাটফর্মে পদপিষ্ট হয়ে প্রাণহানির ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত। এই শোকের মুহূর্তে, শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত সুস্থতার প্রার্থনা করছি।’ এছাড়াও কংগ্রেস নেতা রাহুল গান্ধি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ অনেকে এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন।
প্রসঙ্গত, শনিবার রাতে মহাকুম্ভগামী ট্রেন ধরে প্রচুর পুণ্যার্থী জড়ো হয়েছিলেন নয়াদিল্লি স্টেশনে। এর মধ্যে দু’টি ট্রেন লেট থাকায় ভিড় আরও বাড়তে থাকে। এদিকে রাত ১০টা নাগাদ মহাকুম্ভগামী আরেকটি ট্রেন প্রয়াগরাজ এক্সপ্রেস স্টেশনের ১৪ নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ায়। সেই ট্রেনে ওঠার জন্য যাত্রীদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, এরই মাঝে ১২ নম্বর প্ল্যাটফর্মে যে ট্রেনের আসার কথা, সেটি ১৬ নম্বর প্ল্যাটফর্মে আসবে বলে ঘোষণা হয়। আর তারপরই প্ল্যাটফর্ম বদলের জন্য ওভারব্রিজে শুরু হয় হুড়োহুড়ি। আর তাতেই পদপিষ্টের ঘটনা ঘটে। স্টেশনে উপস্থিত রেলপুলিশের আধিকারিকরা কোনও রকমে পরিস্থিতি সামাল দেন। এই ঘটনার কারণ উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। পরিস্থিতি পর্যালোচনা করতে দিল্লি পুলিশ এবং রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। স্টেশনের সমস্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
Be the first to comment