ফেলু মোদকের মিষ্টি থেকে, ফ্রেঞ্চ ফ্রাই! সিপিএমের রাজ্য সম্মেলনে এলাহি খাবারের আয়োজন

Spread the love

চিরন্তন ব্যানার্জি, কলকাতা:- ডানকুনিতে সিপিআই(এম)-এর ২৭ তম রাজ্য সম্মেলনের প্রথম দিনই এলাহি খাবারের আয়োজন! কী নেই পাতে। ফেলু মোদকের মিষ্টি থেকে পোলাও। খাবারের আয়োজনে যেন তাক লাগালেন কমরেডরা। চারদিনের রাজ্য সম্মেলন থেকে বাংলায় সিপিএমের ভবিষ্যৎ কোন পথে এগোবে, তা এখনই বলা না গেলেও, খাবারের মেনু দেখে অবাক হয়েছেন অনেকেই।

শনিবার রাজ্য সম্মেলনে রান্না হয়েছে মোট ৮০০ জনের। মেনুতে ছিল ভাত, পটল চিংড়ি, ফ্রেঞ্চ ফ্রাই, কাতলা কালিয়া, চাটনি। সন্ধ্যার স্ন্যাক্সে রয়েছে চিকেন, ভেজ পকোরা। চা-কফি মিলবে ২৪ ঘন্টা। নৈশভোজে থাকছে পোলাও, রুমালি রুটি, চিকেন কারি। এখানেই থেমে নেই। সঙ্গে থাকছে রিষড়ার ফেলু মোদকের মিষ্টি, চণ্ডীতলার ভাপা নলেনগুড়ের সন্দেশ।
প্রসঙ্গত, এই চারদিনের রাজ্য সম্মেলনে সিপিআই(এম)’র পলিট ব্যুরো সদস্য মানিক সরকার, বৃন্দা কারাত, সূর্যকান্ত মিশ্র, তপন সেন, অশোক ধাওয়ালে, নীলোৎপল বসু, রামচন্দ্র ডোম প্রমুখ নেতৃবৃন্দও উপস্থিত রয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*