খুব তাড়াতাড়ি সেঞ্চুরিতে পৌঁছবে তেলের দাম, বাড়বে রান্নার গ্যাসের দামও

Spread the love
আন্তর্জাতিক বাজারে টাকার দাম পড়ছে। আর ক্রমাগত বেড়েই চলেছে অপরিশোধিত তেলের দাম। যার ফলে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে জ্বালানির দাম। পাল্লা দিয়ে বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও। চিন্তায় কপালে ভাঁজ পড়ছে আম জনতার। বিশেষজ্ঞরা বলছেন খুব তাড়াতাড়ি সেঞ্চুরিতে পৌঁছবে তেলের দাম। তালিকায় রয়েছে রান্নার গ্যাসও। অক্টোবর মাস থেকেই বাড়তে পারে রান্না গ্যাসের সিলিন্ডারের দাম। এমনটাই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
এ দিকে ইতিমধ্যেই বাণিজ্য নগরী মুম্বইতে পেট্রলের দাম পৌঁছে গিয়েছে ৯০ টাকায়। আজ মুম্বইতের লিটার প্রতি পেট্রলের দাম ৮৯.৮০ টাকা। আর লিটার প্রতি ডিজেলের দাম ৭৮.৪২ টাকা। শুধু মুম্বই নয়। তেলের দাম বেড়েছে দিল্লিতেও। দিল্লিতে লিটার প্রতি পেট্রলের দাম ৮২.৪৪ টাকা। আর ডিজেলের দাম লিটার প্রতি ৭৩.৮৭ টাকা।
চেন্নাইতে পেট্রলের দাম ছুঁয়েছে ৮৫ টাকা। চেন্নাইতে লিটার প্রতি পেট্রলের দাম ৮৫.৬৯ টাকা। আর এক লিটার ডিজেলের দাম ৭৮.১০ টাকা। যে যে শহরে নিয়মিত হারে বৃদ্ধি পাচ্ছে জ্বালানির দাম সেই তালিকায় রয়েছে কলকাতাও। আজ শহরে লিটার প্রতি পেট্রলএর দাম ৮৪.২৭ টাকা। আর ডিজেলের দাম লিটার প্রতি ৭৫.৭২ টাকা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*