আশঙ্কা ছিলই। বিশেষজ্ঞরা আগেই জানিয়েছিলেন খুব দ্রুত সেঞ্চুরিতে পৌঁছবে তেলের দাম। এ বার হলোও তাই। ১০০ না ছুঁলেও জ্বালানির দাম পেরিয়ে গিয়েছে ৯০-এর কোঠা।
সোমবার মুম্বইতে লিটার প্রতি পেট্রলের দাম ৯০.০৮ টাকা। রবিবারের তুলনায় দাম বেড়েছে ১১ পয়সা। আর বাণিজ্য নগরীতে ডিজেল্র দাম লিটার ৭৮.৫৮টাকা। রাজধানী দিল্লিতে এক লিটার পেট্রলের দাম ৮২.৫৪ টাকা। ডিজেলের দাম প্রতি লিটার ৭৫.৮৭ টাকা। কলকাতায় এ দিন পেট্রলের দাম লিটার প্রতি ৮৪.৫৪ টাকা। আর ডিজেলের দাম প্রতি লিটার ৭৮.২৬ টাকা। চেন্নাইতে পেট্রলের দাম লিটার প্রতি ৮৫.৯৯ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৭৪.০২ টাকা।
গত কয়েক সপ্তাহে ৫ থেকে ১২ পয়সা করে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে কলকাতা, মুম্বই, দিল্লি এবং চেন্নাইয়ে। মুম্বইয়ের বেশ কিছু জেলায় পেট্রলের দাম পেরিয়ে গিয়েছে ৯০। ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের রিপোর্ট অনুযায়ী মহারাষ্ট্রের বেশ কিছু জেলায় পেট্রলের দাম ৯১.৯১ টাকা। ফেদারেশন অফ মহারাষ্ট্র পেট্রলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট উদয় লোধ জানিয়েছেন, অমরাবতীতে লিটার প্রতি পেট্রলের দাম ৯১.৩১ টাকা, রত্নগিরিতে ৯১.১৪ টাকা, নন্দেদ জেলায় ৯১.৬১ টাকা এবং জলগাঁওতে ৯১.০১ টাকা।
Be the first to comment