লক্ষীবারেও দাম বাড়লো জ্বালানি তেলের, কলকাতায় পেট্রোল ৮৫.৭৯ ও ডিজেলের দাম ৭৮.২৮ টাকা

Spread the love
প্রত্যেকদিন আগের দিনের থেকে কিছুটা হলেও বাড়ছে জ্বালানি তেলের দাম। বাড়তে বাড়তে এই দাম যে কোথায় গিয়ে পৌঁছবে, তা ভাবলেই আতঙ্কিত হয়ে উঠছেন আম আদমি। কিন্তু দাম কমার কোনও লক্ষণ নেই।
বৃহস্পতিবারও দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের। ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, রাজধানী দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম ৮৪ টাকায় দাঁড়িয়েছে৷ বাণিজ্যনগরী মুম্বইতে ৯২ টাকা ছুঁইছুঁই পেট্রোলের দাম৷ মুম্বইতে বৃহস্পতিবার পেট্রোলের দাম লিটার প্রতি ১৪ পয়সা বৃদ্ধি পেয়েছে৷ অন্যদিকে ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে ২১ পয়সা প্রতি লিটার৷ মঙ্গলবার মুম্বইতে পেট্রোলের দাম ছিল ৯১.০৮ টাকা৷ বুধবার আরও ১২ পয়সা দাম বৃদ্ধি পায়৷ প্রতি লিটার পেট্রোলের দাম বেড়ে হয় ৯১.২০ টাকা৷ সেখানে বৃহস্পতিবার সকালে প্রতি লিটার পেট্রোলের জন্য সাধারণ মানুষকে দিতে হচ্ছে ৯১.৩৪ টাকা৷ দেশের বাণিজ্য নগরে জ্বালানি মূল্য অন্যান্য শহরের তুলনায় বেশি৷
কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ৮৫.৭৯ টাকা ও চেন্নাইতে ৮৭.৩৩ টাকা৷ অন্যদিকে কলকাতায় লিটার প্রতি ডিজেলের দাম ৭৮.২৮ টাকা, দিল্লিতে ডিজেলের দাম লিটার প্রতি ২০ পয়সা বেড়ে হয়েছে ৭৫.৪৫ টাকা৷ মুম্বইতে ২০ পয়সা দাম বেড়েছে৷ নতুন দাম হয়েছে ৮০.১০ পয়সা৷ লাগাতার জ্বালানির মূল্যবৃদ্ধি সাধারণের কপালে চিন্তার ভাঁজ ফেলছে৷ আন্তর্জাতিক বাজারে ক্রমশ পড়ছে টাকার দাম। সেই সঙ্গে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে পেট্রোপণ্যের মূল্য৷
ফলে প্রত্যক্ষ প্রভাব পড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যে৷ এর মধ্যেই আম জনতার কপালে দুশ্চিন্তার ভাঁজ আরও চওড়া করতে দাম বেড়েছে গ্যাস সিলিন্ডারের৷ রাজধানী শহর দিল্লিতে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বেড়েছে ৫৯ টাকা। নতুন দাম হয়েছে ৮২০ টাকা। আর ভর্তুকি সহ গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ২.৮৯ টাকা। আগে দাম ছিল ৪৯৯.৫১ টাকা। নতুন দাম ৫০১.৪০ টাকা। ১ অক্টোবর থেকেই কার্যকর হয়েছে নয়া দাম।
অন্যদিকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়া ও টাকার দর কমে যাওয়ায় দেশে পেট্রল ও ডিজেলের দাম সব রেকর্ড ভেঙে দিচ্ছে৷ পরিসংখ্যান বলছে চলতি বছর দিল্লিতে পেট্রোলের দাম ১২টাকার বেশি বৃ্দ্ধি পেয়েছে৷ ডিজেলের দাম বেড়েছে আরও বেশি ১৫ টাকার বেশি৷ একই হাল অন্যান্য শহরেও৷ ক্রমাগত তেলের দাম বাড়তে থাকায় তার প্রভাব পড়ে দেশের বাজারে৷ প্রতিনিয়ত বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম৷ ফলে পাল্লা দিয়ে ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*