৩ রাজ্যে ভোটের আগে তেলের দামে করছাড় দিল কেন্দ্র, আড়াই টাকা করে কমানো হলো তেলের দাম

Spread the love
তিন রাজ্যে ভোটের আগে তেলের দামে বড় করছাড় দিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের তরফে আড়াই টাকা করে কমানো হয়েছে তেলের দাম। রাজ্যগুলিকে অনুরোধ করা হয়েছে তারা যেন ভ্যাট কমিয়ে আরও আড়াই টাকা কমায়। তা হলে মোট পাঁচ টাকা কমবে তেলের দাম, যা সাধারণ মানুষের কাছে কিছুটা হলেও স্বস্তি আনবে।
অর্থমন্ত্রী অরুণ জেটলি বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে বলেন, পেট্রল ও ডিজেলের লিটার পিছু দেড় টাকা করে কর ছাড় দেওয়া হচ্ছে। তেল বিপণন সংস্থাগুলি থেকে সরকার যে চার্জ নেয়, সেখানে ছাড় দেওয়া হচ্ছে এক টাকা। সব মিলিয়ে ছাড় দেওয়া হচ্ছে আড়াই টাকা। এই সিদ্ধান্ত কার্যকরী হবে বৃহস্পতিবার থেকে।
বাংলা ইতিমধ্যে এক টাকা কমিয়েছে তেলের দাম। অরুণ জেটলির ঘোষণার পরেই ভ্যাট কমিয়ে তেলের দাম আড়াই টাকা কমিয়ে দিয়েছে গুজরাত।
এখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল পিছু ৮৫ ডলার। ভারতে যত তেল লাগে তার ৮০ শতাংশ বিদেশ থেকে আমদানি করতে হয়। ভারত বিশ্বে তৃতীয় সর্বাধিক তেল আমদানিকারী দেশ।
বিশ্ব বাজারে তেলের দাম বেড়ে চলার সঙ্গে সঙ্গতি রেখে দেশে কমছে টাকার দাম। তার প্রভাব পড়েছে শেয়ার বাজারে। অনেকে ভাবছেন, এই অবস্থায় রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমাতে পারে। তাই তাঁরা শেয়ারে বিনিয়োগ করতে সাহস পাচ্ছেন না। সরকারের ধারণা, অর্থনীতির এই টালমাটাল ভাব কাটাতে সাহায্য করবে তেলের দামে করছাড়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*