টানা ৯ দিন, ফের বাড়লো পেট্রোল-ডিজেলের দাম

Spread the love

ফের বাড়লো পেট্রোল ও ডিজেলের দাম ৷ পেট্রোলের দাম বাড়লো প্রতি লিটারে ৪৮ পয়সা ও ডিজেলের ৫৯ পয়সা ৷ এই নিয়ে পর পর ন’দিন পেট্রল-ডিজেলের দাম বাড়ালো তেল কোম্পানিগুলি। দেশে লকডাউন শিথিল হওয়ায় তেলের দাম বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আগামীদিনে দাম আরও বাড়তে বলে আশঙ্কা করছেন তাঁরা।

১ জুন থেকে দেশে শিথিল হয়েছে লকডাউন। ধীরে ধীরে খুলতে শুরু করেছে সরকারি- বেসরকারি অফিস। ফের পথে নেমেছে বাস, অটো, ট্যাক্সি বা অ্যাপ ক্যাব। তারপর থেকেই উর্ধ্বমূখী জ্বালানির দাম। ৬ জুন থেকে প্রতিদিনই পেট্রল- ডিজেলের দাম বেড়েছে। গতকালই পেট্রোলের দাম বেড়েছিল প্রতি লিটারে ৬২ পয়সা ৷ ডিজেলের দাম বেড়েছিলো প্রতি লিটারে ৬৪ পয়সা ৷ তার ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই ফের ৪৮ পয়সা ও ৫৯ পয়সা বাড়লো পেট্রোল-ডিজেলের দাম।

আজ দিল্লিতে পেট্রলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৭৬.২৬ টাকা প্রতি লিটার, ডিজেল ৭৪.৬২ টাকা প্রতি লিটার। মুম্বইয়ে পেট্রোলের দাম ৮৩.১৭ টাকা প্রতি লিটার, ডিজেলের দাম ৭৩.২১ টাকা প্রতি লিটার। কলকাতায় পেট্রোলের দাম আজ ৭৮.১০ টাকা ও ডিজেল ৭০.৩৩ টাকা। চেন্নাইয়ে পেট্রোল ৭৯.৯৬ টাকা ও ডিজেল ৭২.৬৯ টাকা প্রতি লিটার। দাম বেড়েছে নয়ডা, বেঙ্গালুরু, গুরুগ্রামেও।

তেলের দাম বাড়লেও অপরিশোধিত তেলের দাম পড়েছে। শুক্রবার দাম পড়েছে ০.২৬ শতাংশ। আন্তর্জাতিক বাজারে চাহিদা কম থাকায় অপরিশোধিত তেলের দাম পড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*