
রোজদিন ডেস্ক, কলকাতা:- গত ২৬ অক্টোবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। সেদিন মন্দির কমিটি তাঁকে বড়মার একটি বিশাল ছবি উপহার দিতে চাইলে মুখ্যমন্ত্রী বলেন, “আমার বাড়ি ছোট, এত বড় ছবি রাখতে পারব না। বরং বড়মার একটি ছোট মূর্তি দিন, যাতে বাড়িতে পুজো করতে পারি।” তাঁর সেই কথাটি মাথায় রেখে মন্দির কমিটি এবার পূরণ করতে চলেছে ইচ্ছা পূরণ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে পুজোর জন্য বড়মার একটি ছোট মূর্তি চেয়েছিলেন।, আর সেই মতোই তোরজোর করে শুরু করে দেয়া হয় মূর্তি গড়ার কাজ। কৃষ্ণ পাথরে তৈরি সেই মূর্তি প্রায় তৈরি হয়ে গেছে। আগামী পাঁচ-সাত দিনের মধ্যে এটি হাতে পেয়ে বাংলা নববর্ষের শুরুতেই মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করেছে নৈহাটি বড় মা কালী পুজো সমিতি।
Be the first to comment