বিজেপির কাছে প্রার্থী নেই ওরা প্রার্থী ভিক্ষা করে বেড়াচ্ছে, নির্বাচনী প্রচারে তীব্র ভাষায় বিজেপি আক্রমণ করলেন ফিরহাদ হাকিম
আজ উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রতিনিধি সন্মেলনে উপস্থিত হয়েছিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের আজকের এই প্রতিনিধি সম্মেলনের আহ্বায়ক ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। উপস্থিত ছিলেন কলকাতা উত্তরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ, মন্ত্রী শোভন চ্যাটার্জি,উত্তর কলকাতার তৃণমূল যুব সভাপতি জীবন সাহা সহ অন্যান্যরা।
সভা থেকে রাজ্যের উন্নয়নের তুলনা টেনে কেন্দ্রের বিজেপি সরকারকে কটাক্ষ করে তীব্র ভাষায় আক্রমণ করেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, ওরা প্রার্থী পাচ্ছেনা, ভিক্ষা করে বেড়াচ্ছে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের বাইরে। দুএকটা বেরিয়ে গেলে নিয়ে ওরা তাকে নিয়ে কাজ চালাচ্ছে। এভাবে রাজনীতি হয়না আর মানুষও এদের গ্রহণ করবেনা। আগামীতে আজ বিজেপি থাকছেনা, দেশের নতুন সরকার দেশের মানুষের কাজ করবে।
তিনি বলেন, আমরা চাই মমতা বন্দ্যোপাধ্যায় আগামীর ভারতকে পথ দেখাক। কারণ এই নয় যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত ভালোবাসি কারণ হলো এই যে আমরা তার থেকেও বেশি আমাদের দেশকে ভালোবাসি। আর দেশের এই কঠিন সময়ে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই পারেন সঠিক পথে দেশকে নিয়ে যেতে।
বিজেপির উদ্দেশ্যে তিনি বলেন নোটবন্দী, জিএসটি, ১৫ লক্ষ, পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের লাগামছাড়া মূল্যে সাধারণ মানুষের জীবনযাপনই অসাধ্যকর হয়ে উঠেছে, আর দেশের প্রধানমন্ত্রী বিদেশ ঘুরে বেড়াচ্ছে, ৩০০০ কোটি টাকার মূর্তি বানিয়ে বেড়াচ্ছে। তিনি আরোও বলেন, মোটা ভাই ( অমিত শাহ) আর মোদী দুজন মিলে দেশটাকে শেষ করবে ভাবছে, সেনাদের কৃতিত্ব, বৈজ্ঞানিকদের কৃত্বিতকে নিজেদের বলে ভোট প্রচার করছে। কিন্তু মানুষ অতোটা বোকা নয় তারা সঠিক সময়ে সঠিজ জবাব দেবে৷
Be the first to comment