জিডি বিড়লা স্কুলের পড়ুয়া ও অভিভাবকদের জন্য সুখবর। নোটিস দিয়ে জানানো হয়েছে, আগামী সোমবার থেকে আবার খুলে যাচ্ছে জিডি বিড়লা রানিকুঠি ক্যাম্পাস। যে সব পড়ুয়ারা বকেয়া বেতন মিটিয়ে দিয়েছে, শুধুমাত্র তাদের জন্য খুলবে স্কুলের দরজা।
তবে ওই গোষ্ঠীর আরও চারটি স্কুল বন্ধ রাখা হয়েছিলো। সেগুলি সোমবার থেকেই খুলছে কি না, সে বিষয়ে এখনও পরিষ্কার কিছু জানা যায়নি। তবে অশোকা হল গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলও নোটিস দিয়ে একই কথা জানিয়েছে ৷ সোমবার ১১ এপ্রিল থেকে বেতন মিটিয়ে দেওয়া পড়ুয়ার স্কুলে যেতে পারবে ৷
গত ৭ এপ্রিল সকালে জিডি বিড়লার পড়ুয়ারা হঠাৎ স্কুলের দরজায় একটি নোটিস দেখতে পায় ৷ নোটিসে স্কুলের তরফে জানানো হয়েছে, বিক্ষোভের ফলে স্কুলের মধ্যে এবং বাইরে আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিবর্তন হয়েছে ৷ এই পরিস্থিতিতে পড়ুয়া এবং শিক্ষক-শিক্ষিকাদের নিরাপত্তার কথা ভেবে আমরা স্কুল বন্ধ রাখতে বাধ্য হচ্ছি ৷ স্কুল খোলার নোটিস না দেওয়া অবধি স্কুল বন্ধ থাকবে ৷ আমাদের সঙ্গে সহযোগিতা করুন ৷ জিডি বিড়লা অভিভাবকরা স্কুলের মাইনে বাড়ানোর বিরুদ্ধে প্রতিবাদ করে বিক্ষোভ দেখিয়েছিলেন। তাই বৃহস্পতিবার স্কুল কর্তৃপক্ষ স্কুল বন্ধের সিদ্ধান্ত নেয় ৷
স্কুলের বেতন বাড়ানো নিয়ে বেশ কিছুদিন ধরেই সমস্যা চলছিল। গত ৪ এপ্রিল থেকে রাজ্যের অন্য স্কুলগুলির সঙ্গে সঙ্গে জিডি বিড়লা স্কুলেও শুরু হয়েছে অফলাইনে পঠনপাঠন। কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী বর্ধিত মাইনে দিয়েই অভিভাবকরা তাঁদের সন্তানদের স্কুলে পাঠিয়েছেন। ‘ঘনশ্যাম দাস বিড়লা সেন্টার ফর এডুকেশন পেরেন্টস অ্যাসোসিয়েশন’-এর কার্যবাহী সভাপতি সঞ্জয় ভট্টাচার্য জানান, বেশ কিছু অভিভাবকদের বোঝানো হয়েছিল যে, এই মুহূর্তে বর্ধিত বেতন দিতে সমস্যা হলে সেই পড়ুয়ারাদের ক্লাস করতে কর্তৃপক্ষ বাধা দিতে পারবে না। তাই গত ৪ এপ্রিল স্কুল খোলার সময় যেসব পড়ুয়াদের মাইনে বাকি পড়েছে, তাদের স্কুলে ঢুকতে দেওয়া হয়নি।
Be the first to comment