কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে কংগ্রেসের জি পরমেশ্বর

Spread the love

কর্নাটকে বিধানসভা ভোটের ফল বেরোনোর পর শনিবার আস্থা ভোটের লড়াই থেকে সরে দাঁড়ায় বিজেপি। মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণের আড়াই দিনের মধ্যেই ইস্তফা দিতে হয়েছে বিএস ইয়েদুরাপ্পাকে। এবার আগামী বুধবার কর্নাটকের কুর্সিতে বসবেন জেডিএস নেতা এইচডি কুমারস্বামী। অন্যদিকে, ৭৮ আসন পেয়ে দ্বিতীয় স্থানে থাকা কংগ্রেসের ঝুলিতে যেতে পারে উপমুখ্যমন্ত্রী পদ। সেইসঙ্গে সরকারে থাকতে পারেন কংগ্রেসের ২০ জন মন্ত্রী। সূত্রের খবর, কর্নাটকে কুমারস্বামীর নেতৃত্বাধীন নতুন সরকারে মোট ৩৩ জন মন্ত্রী থাকতে পারেন। এরমধ্যে জেডিএসের ১৩ জন মন্ত্রী থাকতে পারেন। এদিকে, উপমুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন কংগ্রেসের জি পরমেশ্বর। তিনি কর্নাটক প্রদেশ কংগ্রেসের সভাপতি। ঘোড়া কেনাবেচা থেকে দলের বিধায়কদের আগলে রাখার ক্ষেত্রে প্রধান ভূমিকা গ্রহণকারী ডিকে শিবকুমার হতে পারেন বিদ্যুৎ মন্ত্রী।

কুমারস্বামীর জেডিএস ৩৭ আসনে জিতেছে। বিজেপির ক্ষমতা দখল রুখতে ভোটের ফল প্রকাশের পর কংগ্রেস ও জেডিএস হাত মেলানোর সিদ্ধান্ত নেয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*