আকাশপথে নিজেদের শক্তির পরীক্ষা দিল ভারত, শেষ হল গগনশক্তি

Spread the love

বিশেষ প্রতিনিধি,

সম্প্রতি ভারতে অনুষ্ঠিত হয়ে গেল বিমানবাহিনীর সবথেকে বড় মহড়া গগনশক্তি। আর সেই মহড়ায় অংশ নিল দেশের প্রায় সব যুদ্ধবিমান। বিমানবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, দেশের আকাশে অন্তত ১১০০০ বার পাক খেয়েছে যুদ্ধবিমানগুলি।

প্রায় এক মাস ধরে দেশের আকাশ জুড়ে মহড়া দিল সুখোই, মিগের মত ভারতীয় বিমানবাহিনীর সব যুদ্ধবিমান। ৮ থেকে ২২ এপ্রিল চলে এই মহড়া। সেখানে অংশ নিয়েছিল সুখোই-৩০, মিরেজ-২০০০, জাগুয়ার, মিগ-২৯, মিগ-২১, মিগ-২৭, তেজস, হক ইত্যাদি।

এই মহড়া থেকে বোঝা গিয়েছে যে, কমব্যাট এয়ারক্রাফটের যে অভাব আছে তা রণক্ষেত্রে কোনও প্রভাব ফেলবে না। দুই দেশের সঙ্গে যুদ্ধেও কোনও সমস্যা হবে না। জানা গিয়েছে, কিছু কিছু জায়গায় আবহাওয়ার জন্য এয়ারক্রাফট ওড়ানো সম্ভব হয়নি প্রথম পর্যায়ে। তবে মহড়ার দ্বিতীয় পর্যায়ে এই সমস্যা সমাধান করে ফেলা হয়৷ বায়ুসেনার ভান্ডারে থাকা প্রায় ১১০০টির মতো বিভিন্ন রকমের এয়ারক্রাফট, হেলিকপ্টার এবং ড্রোন ব্যবহার করা হয়৷ নামানো হয় সুকোই-৩০ এমকেআই এবং মিরাজ-২০০০ এর মতো যুদ্ধ বিমান৷ ছিল আইএল-৭৮ এর মতো এয়ার রিফিউলার এবং ফ্যালকন AWACS৷

৮ এপ্রিল থেকে শুরু হয় এই মহড়া। চলে ২২ এপ্রিল পর্যন্ত। আরব সাগরে ব্যাপক টহল দিয়ে বিমান বাহিনী পূর্ব দিকেও নজর দেয়। মহড়ায় যেমন উঁচু ল্যান্ডিং গ্রাউন্ড থেকে অপারেশন চালানোর ব্যবস্থা ছিল, সেইসাথে দেশের মূল ভূখণ্ডের অনেক দূরে সম্ভাব্য হুমকি মোকাবিলায় প্রস্তুতিও সম্পন্ন করা হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*