বিধায়ক কেনাবেচার অভিযোগ, কেন্দ্রীয় মন্ত্রীকে নোটিস তদন্তকারীদের

Spread the love

ধায়ক কেনাবেচার অভিযোগের ঘটনায় নোটিস পাঠানো হল কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতকে ৷ রাজস্থান সরকারকে ফেলে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তাঁর গলার স্বরের নমুনা পরীক্ষা করা হবে।

আজ গজেন্দ্র সিং শেখাওয়াতকে নোটিস পাঠায় ACB ও SOG ৷ তাঁর পাশাপাশি প্রাক্তন মন্ত্রী বিশ্বেন্দ্র সিং ও ভানওয়ার লাল শর্মাকেও নোটিস পাঠানো হয়েছে ৷ কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছিল, সচিন পাইলটের সঙ্গে ষড়যন্ত্র করে রাজস্থান সরকারকে ফেলতে চাইছে বিজেপি ৷ এই ঘটনায় দু’টি FIR দায়ের করে কংগ্রেস ৷

এদিকে আজ রাজস্থান হাইকোর্টে মুখ্য বিচারপতি ইন্দ্রজিত মোহান্তির বেঞ্চে সচিন পাইলটের আবেদনের শুনানি শুরু হয়েছে ৷ দলবিরোধী কার্যকলাপের অভিযোগে সচিন ও তাঁর অনুগামী বিধায়কদের নোটিস পাঠিয়েছিলেন রাজস্থান বিধানসভার স্পিকার সি পি জোশি ৷ তার বিরোধিতায় আদালতে যান তাঁরা ৷

তাঁদের দাবি, ‘‘স্পিকার এই ধরনের নোটিস পাঠাতে পারেন না ৷’’ আজ স্পিকারের হয়ে আদালতে সওয়াল করেন অভিষেক মনু সিংভি ৷ অন্যদিকে সচিনের হয়ে সওয়াল করার জন্য আদালতে পৌঁছান কয়েকজন আইনজীবী ৷ কিন্তু তাঁদের আদালত কক্ষে ঢুকতে বাধা দেওয়া হয় ৷ আইনজীবীরা এই ঘটনার প্রতিবাদে ধর্নায় বসেন ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*