‘নিখোঁজ’ গৌতম গম্ভীরের খোঁজে দিল্লি জুড়ে পোস্টার

Spread the love

পার্লামেন্টে দিল্লির দূষণ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে না যাওয়ায় পূর্ব দিল্লির সাংসদ গৌতম গম্ভীরের বিরুদ্ধে পোস্টার। পোস্টারে লেখা, “আপনি কি ওনাকে দেখেছেন? ইন্দোর ক্রিকেট স্টেডিয়ামে জিলিপি খাওয়ার সময় তাঁকে শেষবার দেখা গেছিল। গোটা দিল্লি তাঁকে খুঁজছে।” দিল্লির ITO সেক্টরে পা দিলেই দেখা যাচ্ছে এই পোস্টার।

প্রসঙ্গত, দিল্লির দূষণ নিয়ে বৈঠক ডাকে আর্বান ডেভলপমেন্ট কমিটি। বৈঠকে বাসস্থান ও নগরোন্নয়ন মন্ত্রকের রাজধানী এলাকার দুষণ কমাতে দিল্লির সমস্ত পৌরনিগম, দিল্লি ডেভলপমেন্ট অথরিটি, নিউ দিল্লি মিউনিসিপাল কাউন্সিল, NBCC, CPWC-এর ভূমিকা নিয়ে আলোচনা করার কথা ছিল। সেই বৈঠকে যাননি পূর্ব দিল্লির সাংসদ।

ঘটনাচক্রে সেদিন তাঁকে দেখা যায় ইন্দোরের হোলকার স্টেডিয়ামে। ভারত বনাম বাংলাদেশের প্রথম টেস্টে কমেন্ট্রি করতে ইন্দোর গেছিলেন তিনি। বিষয়টা যদিও চাপা পড়ে যেত যদি না ভিভিএস লক্ষ্মণ একটি ছবি টুইট করতেন।

টুইটের ছবিতে দেখা যায় লক্ষ্মণ ও সম্প্রচারকারী চ্যানেলের উপস্থাপকের সঙ্গে জিলিপি খাচ্ছেন গম্ভীর। আর এই ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হতে সময় নেয়নি। AAP-এর পক্ষ থেকে গম্ভীরের তীব্র সমালোচনা করা হয়। ভারতীয় দলের প্রাক্তন ওপেনার স্বমেজাজে সেই সমালোচনা বাউন্সারে জবাব দেন।

এরপরই শনিবার ITO এলাকায় গৌতম গম্ভীরের পোস্টার ও জিলিপি নিয়ে পথে নামেন AAP সদস্যরা। পোস্টার লাগানো হয় পুরো ITO সেক্টরজুড়ে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*