বাংলা আধুনিক গানের শ্রোতা কি কমছে এ প্রশ্ন শুধু আমাদের সাংবাদিকদের নয়, সঙ্গীত জগতের অনেকেই এই দ্বন্দে ভোগেন যে গানতো গাইলাম, মানুষ শুনছে তো! কিন্তু তাই বলে সাধনাতো থেমে থাকবে না। চলচ্চিত্রে বাংলা গান অর্থাৎ প্লে-ব্যাক সিংগিং এর পাশাপাশি আধুনিক বাংলা গান মানুষের মনকে একসময় রঙীন করে দিতো।
আজও গানের ভেলায় চড়ে পাড়ি দিই দূর দিগন্তে। ২৮শে এপ্রিল নতুন প্রজন্মের শিল্পী মহুয়া ব্যানার্জীর অ্যালবাম প্রকাশিত হলো গ্যালারি গোল্ডে। তাঁর অ্যালবামের নাম হল ‘কথা দেবো না’। সুকন্ঠের অধিকারিনী মহুয়া যতই বলুন কথা দেব না তিনি শ্রোতাদের মনকে গানের রসে সিক্ত করে কথা রাখলেন। গৌতম সুস্মিতের কথায় ও তাপস দত্তের সুরে শ্রীনিবাস মিউজিকের প্রযোজনায় মহুয়ার এই গানের সিডি শুনলে মুগ্ধ হবেন। বলা যায় জাত চেনালেন মহুয়া।
এদিন গ্যালারি গোল্ডে আরও এক গায়কের সিডি উদ্বোধন হল। ইনি হলেন শুভ্রজিৎ আদক। হাওড়ার উলুবেড়িয়ার বাসিন্দা এই গায়কের অ্যালবামের নাম ‘আলো-ছায়া’। গায়কের পরিবেশনা শুনে প্রত্যেকেই বলবেন ছায়াকে ছাপিয়ে আলোর দিকে নিয়ে যাচ্ছেন শ্রোতাকে। নবীন প্রজন্মের এই দুই গায়ক ভবিষ্যতে তাদের গানের মাধ্যমেই শ্রোতাদের রিদ্ধ করবেন এই আশা রইল।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোময় ভট্টাচার্য, প্রখ্যাত সাংবাদিক ও শিল্পী তরুণ গোস্বামী, টেকনো ইন্ডিয়া গ্রুপের সিইও সুজয় বিশ্বাস, সুজয় প্রসাদ চ্যাটার্জী, শমিক পাল, শুভদীপ মুখার্জী, গৌতম সুস্মিত, কেকে মল্লিক। মনোময় বলেন, অস্থির এক সময় এখন। এই অবস্থায় গান হতে পারে মানুষের বেঁচে থাকার অন্যতম রসদ। আগে FMএ গান বাজানো হতো। কিন্তু এখন কলকাতার কোনো FM চ্যানেলে নতুন গানের প্রসার বা প্রচার হচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে মহুয়া নতুন গান করেছে। সাহসী পদক্ষেপ। সকলেরই শোনা উচিত। ইউটিউবের রমরমার ফলে লোকে এখন লাইক এবং শেয়ার দিয়ে চলে যান। কেউ কি পুরো গান শোনেন? তাই গানও জনপ্রিয় হয় না। মানুষকে গান শোনানোই এখন কঠিন হয়ে গেছে। তাই বল গান শুনুন।
তরুন গোস্বামী তাঁর বক্তৃতায় বলেন, ভালো গান হচ্ছে কিন্তু তার প্রচার হচ্ছে না। তিনি বলেন, গানই হোক বা অন্য যে কোনো শিল্প মাধ্যম সাধনার প্রয়োজন। কিন্তু এখন কজন শিল্পী রেওয়াজ নিয়ে কথা বলেন। তবে তরুণ বাবু একথা বলেন, আমি ইতিবাচক দিককে দেখানো পছন্দ করি। নতুন প্রজন্মের অনেকে অনেক ভালো কাজ করছেন আর ভালো জিনিস দিলে মানুষ ঠিক নেবেন। গরমকালে যেমন পাখির জন্য জল দেওয়া শুরু হয়েছে শহর কলকাতায় সেটা যেমন শুভ উদ্যোগ তেমন নতুন গানও জনপ্রিয় হবে সেই আশা আমরা সবাই রাখি।
https://youtu.be/4S5NX3wVB34
Be the first to comment