মহাত্মা গান্ধির ১৫০তম জন্মবার্ষিকীতে টুইট করে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকালে তিনি টুইট করেন, “বাপুকে সম্মান জানাই। মানবতার ক্ষেত্রে তাঁর অবদান চিরস্থায়ী। আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ। তাঁর স্বপ্ন ছিল এই বিশ্বকে আরও সুন্দর করে গড়ে তোলার। আমরা সেই স্বপ্নপূরণে কঠোর পরিশ্রম করব।
বুধবার গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে আহমেদাবাদে সবরমতি আশ্রমে যাবেন প্রধানমন্ত্রী ৷ সেখানে এক অনুষ্ঠানে “উন্মুক্ত শৌচাগার মুক্ত” ভারতের কথা ঘোষণা করবেন তিনি ৷ গত সপ্তাহে রাষ্ট্রসংঘের মঞ্চেও প্রধানমন্ত্রী তাঁর ভাষণে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানান ৷ সেখানে তিনি বলেন, গান্ধীর আদর্শই বিশ্বে মানবতাকে বাঁচিয়ে রাখতে সক্ষম ৷ তাঁর দেখানো পথই অনুসরণ করা উচিৎ আমাদের ৷
Be the first to comment