গান্ধীজির স্বার্ধশতবর্ষ উদযাপন কমিটি গড়ল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে
এই কমিটি গঠন হয় ১৮ই এপ্রিল, কমিটির সদস্য সংখ্যা ৪৬ জন, কমিটিতে সাংসদ ও মন্ত্রীরাও আছেন।
জানা যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে একটি স্থায়ী চেয়ার করা হবে গান্ধীজির নামে। বেলেঘাটার গান্ধীভবন যা বর্তমানে দেখাশোনা করে পূর্ত দপ্তর সেটিকেও পুরোপুরিভাবে রাজ্য সরকার অধিগ্রহণ করবে। কমিটির প্রথম বৈঠকে বেশ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়, উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্যরাও। ২রা অক্টোবর ঐ বাড়িতে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজনও করা হবে বলে জানানো হয়।
Be the first to comment