দক্ষিণ দিনাজপুরে পালিত হলো গান্ধীজির প্রয়াণ দিবস

Spread the love

জয়দীপ মৈত্র,দক্ষিণ দিনাজপুর :– সারা দেশের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও জাতির পিতা মহাত্মা গান্ধীর মহাপ্রয়াণ দিবস পালিত হলো।

বহস্পতিবার সকাল আটটা নাগাদ বালুরঘাট শহরের রবীন্দ্রভবন মঞ্চে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের লক্ষ্য থেকে একটি সর্ব ধর্ম প্রার্থনা সভা আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাজেশ কুমার মন্ডল, তথ্য সংস্কৃতি দপ্তরের কর্মী পার্থ গোস্বামী, বৈশিষ্ট্য চিত্র সাংবাদিক রতন দে সহ অন্যান্যরা। এদিন এই প্রার্থনা সভায় গীতা পাঠ করেন গীতা পাঠক সঞ্চিতা গোস্বামী, ইমাম রুহুল আমিন, বাইবেল পাঠ করেন রেবারেন্ড অমৃত মন্ডল। পাশাপাশি এই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন দীপ্তি বসাক তবলাই তাকে যোগ্য সঙ্গত দেন মানব বিশ্বাস। গীতা পাঠ কুরআন পাঠ ও বাইবেল পাঠ শেষে রামধনু সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানটির পরিসমাপ্তি হয়।

বাইট : রাজেশ কুমার মন্ডল জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*