পুলিশ কনস্টেবল পদে চাকরি পেলেন তৃতীয় লিঙ্গের এক প্রতিনিধি। চাকরি পেলেন গঙ্গা কুমারী। রাজস্থানের জালোর জেলার বাসিন্দা গঙ্গা। সম্প্রতি গঙ্গা কুমারী নামে ওই ব্যক্তিকে রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগের নির্দেশ জারি করে জোধপুর হাইকোর্ট। গঙ্গা কুমারীর অভিযোগ ছিল, পরীক্ষায় সফল হলেও তৃতীয় লিঙ্গের প্রতিনিধি হওয়ায় তাঁকে নিয়োগপত্র দিচ্ছেন না জালোর জেলার পুলিশ সুপার। জালোর জেলা পুলিশ তাঁকে সাফ জানিয়ে দেয়, কোনও তৃতীয় লিঙ্গের ব্যক্তির পুলিশে চাকরি পাওয়া সম্ভব নয়। এরপরই আদালতের দ্বারস্থ হন গঙ্গা কুমারী। রবিবার রাজস্থান হাইকোর্টের বিচারপতি দীনেশ মেহতা মামলাটিকে লিঙ্গ বৈষম্যের বিষয় বলে মন্তব্য করেন। ছয় সপ্তাহের মধ্যে গঙ্গাকে নিয়োগ করার নির্দেশ দেন বিচারপতি। অবশেষে আদালতের নির্দেশেই ভাগ্যের শিকে ছিঁড়ল গঙ্গার। প্রসঙ্গত, এই প্রথম রাজস্থান পুলিশে তৃতীয় লিঙ্গের কাউকে নিয়োগ করা হল।
Be the first to comment