মদ্যপ চালকদের কড়া হাতে দমন করতে গঙ্গারামপুর ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান

Spread the love

জয়দীপ মৈত্র, দক্ষিণ দিনাজপুর:

সেভ ড্রাইভ সেভ লাইফ কে মান্যতা দিয়ে মদ্যপ বাইক আরোহী ও অন্যান্য গাড়ির চালকদের কড়া হাতে দমন করতে বিশেষ অভিযান শুরু করলো দক্ষিণ দিনাজপুর জেলার ব্যস্ততম ও ব্যবসার প্রতিষ্ঠিত শহরের গঙ্গারামপুর ট্রাফিক পুলিশ। শুক্রবার রাত থেকে এই দৃশ্য দেখা গেল গঙ্গারামপুর শহরের প্রাণকেন্দ্র চৌপতি হাইরোড চত্বরে। মূলত, গঙ্গারামপুর শহরের সাথে সংযুক্ত ৫১২ নম্বর জাতীয় সড়ক যা মালদা বালুরঘাট তথা ভারত বাংলাদেশ সীমান্ত হিলিকে যোগ করেছে, সেইমতো অবস্থায় গঙ্গারামপুর শহরের ব্যস্ততম ও অন্যতম জায়গা হাইরোড যেখানে প্রতিনিয়ত কয়েক হাজার গাড়ি সহ শহরের পথচারী ও প্রচুর মানুষ যাতায়াত করে। গঙ্গারামপুর পৌরসভার উদ্যোগে দুর্গাপূজার মধ্যেই শহরের ট্রাফিক ব্যবস্থাকে আরো উন্নত করার লক্ষ্যে নতুন ট্রাফিক কন্ট্রোল রুমের উদ্বোধন করেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র।

এমতাবস্থায় প্রতিনিয়ত দেখা যায় কিছু উঠতি বয়সের যুবক সহ আরো অন্যান্যরা মদ্যপ অবস্থায় উড়ন্ত গতিতে বাইক চালিয়ে নিয়ে যায় শহরের বুকে যার ফলে মাঝেমধ্যেই ছোট বড় দুর্ঘটনা ঘটে। এবার মদ্যপ বাইক আরোহী থেকে শুরু করে অন্যান্য গাড়ির চালকদের কড়া হাতে দমন করতে ময়দানে নামল গঙ্গারামপুর ট্রাফিক পুলিশ। এই বিশেষ অভিযান শুরু হয়েছে গঙ্গারামপুর ট্রাফিক পুলিশের ওসি রনজিৎ দাসের উদ্যোগে। গঙ্গারামপুর ট্রাফিক পুলিশের ওসি রণজিৎ দাস জানিয়েছেন,” গঙ্গারামপুর ট্রাফিক পুলিশের তরফে আমাদের এই বিশেষ অভিযান শুরু হয়েছে মদ্যপ বাইক আরোহী সহ মদ্যপ চালকদের করা হাতে দমন করতে আমাদের এই বিশেষ অভিযান “রিড এনালাইজার” মেশিন দিয়ে আমরা প্রত্যেক আরোহীদের ও চালকদের পরীক্ষা করছি যে তারা মদ্যপ অবস্থায় আছে কিনা যদি কেউ ধরা পড়ছে তাদেরকে আমরা আমাদের হেফাজতে নিয়ে গঙ্গারামপুর থানায় হস্তান্তর করছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

মূলত, মদ্যপ অবস্থায় যেকোনো ধরনের গাড়ি চালানোর সময় কোনরকম যাতে দুর্ঘটনা না ঘটে তাই সেই সকল মানুষদের সচেতন করার লক্ষ্যে আমাদের গঙ্গারামপুর ট্রাফিক পুলিশের তরফে এই বিশেষ অভিযান, আশা করি এই বিশেষ অভিযানের জন্য গঙ্গারামপুর সহ জেলা জুড়ে মদ্যপ বাইক আরোহী ও মদ্যপ চালকরা সতর্ক হবে। আমাদের এই অভিযান এখন থেকে চলতেই থাকবে যাতে করে সকলে সচেতন হয়”। গঙ্গারামপুর ট্রাফিক পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গঙ্গারামপুর শহর সহ দক্ষিণ দিনাজপুর জেলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা। সর্বশেষে বলাই বাহুল্য, গঙ্গারামপুর ট্রাফিক পুলিশের ওসি রণজিৎ দাসের এই বিশেষ অভিযান ও উদ্যোগের ফলে মদ্যপ অবস্থায় থাকা বাইক আরোহী ও মদ্যপ চালকদের জন্য গঙ্গারামপুর শহর জুড়ে দুর্ঘটনা কম ঘটবে ও সকলেই সচেতন হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*