‘বন্ধ হোক গঙ্গাসাগর মেলা’, আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের আরও ৫ মামলা

Spread the love

গঙ্গাসাগর মেলা বন্ধের আরজি জানিয়ে ফের মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। আদালত স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে মেলা বন্ধ করে দিক, এই মর্মে আদালতে ৫টি ভিন্ন ভিন্ন আবেদন জমা পড়েছে। মামলাকারীদের আশঙ্কা, ১৪ তারিখ পর্যন্ত মেলা চললে রাজ্যের করোনা পরিস্থিতি আরও খারাপ হবে। যদিও রাজ্যের তরফে এদিনও আদালতে জানানো হয়, মেলার উপর কড়া নজরদারি রয়েছে। কোভিডবিধি মেনেই চলবে মেলা। 

করোনা পরিস্থিতিতে গঙ্গাসাগর মেলা বন্ধ করে দেওয়া হোক। এই মর্মে সোমবার নতুন করে ৫টি মামলা হয়েছে হাই কোর্টে। মামলাকারীদের দাবি,গণপরিবহণে অধিকাংশ যাত্রীই মাস্ক ছাড়া যাতায়াত করছেন। এখনও আমজনতা সচেতন নয়। গত ৩ তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত উল্কার গতিতে বেড়েছে করোনা সংক্রমণ। এমনকী, মেলায় যোগ দেওয়ার জন্য যাঁরা আসছেন তাঁদের মধ্যেও অনেকে সংক্রমিত। অনেকে উপসর্গহীন। এই পর্যায়ে মেলা হলে রাজ্যের কোভিড পরিস্থিতি সামাল দেওয়া যাবে না।

আবেদনকারীদের কথায়, এত বড় মেলায় কোভিডবিধি যথাযথভাবে পালন করা হচ্ছে কি না, তার উপর নজরদারি করা কার্যত অসম্ভব। মামলাকারীদের আশঙ্কা, এমন পরিস্থিতিতে ১৪ তারিখ পর্যন্ত মেলা চললে রাজ্যের করোনা পরিস্থিতি আরও সঙ্গীন হবে। জানা গিয়েছে, মামলাকারীদের মধ্যে অধিকাংশই চিকিৎসক। আদালতকে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করার আবেদনও জানান তাঁরা।

এদিনের শুনানিতে হাই কোর্টের নির্দেশে গঠিত কমিটির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন মামলাকারীদের আইনজীবী অনিরুদ্ধ চট্টোপাধ্যায়। মামলাকারীদের যুক্তি, আদালতের গঠিত কমিটিতে কোনও ভাইরোলজিস্ট বা চিকিৎসককে রাখা হয়নি, যাঁর কোভিড পরিস্থিতিতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। আবার শুভেন্দু অধিকারীর মতো রাজনৈতিক ব্যক্তিত্বকে কমিটিতে রাখা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এদিকে এদিনও মেলা চালিয়ে যাওয়ার পক্ষেই আদালতে সওয়াল করে রাজ্য সরকার। তাঁদের দাবি, কোভিডবিধি মেনে চলা হচ্ছে। যথাযথ নিয়ম মেনেই চলেছে মেলা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*