রবিবার থেকে মেলা শুরু, কড়া নিরাপত্তা বলয়ে গঙ্গাসাগর

Spread the love

কোভিডের কাঁটা কাটিয়ে এবার ধুমধাম করে পালিত হতে চলেছে গঙ্গাসাগর মেলা। রবিবার অর্থাৎ ৮ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব। ভিড়ের কথা মাথায় রেখে নিরাপত্তা চাদরে ঢাকল গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ। বাবুঘাট থেকে সাগরদ্বীপ পর্যন্ত বসানো হল প্রায় ১১০০ সিসি ক্যামেরা।

দুদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সব ব্যবস্থাপনা খতিয়ে দেখেছেন। গঙ্গাসাগরে হেলিপ্যাডের উদ্বোধন করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। এবার প্রশাসনের তরফ থেকে একগুচ্ছ পদক্ষেপ করা হল গঙ্গাসাগর মেলার নিরাপত্তার কথা মাথায় রেখে। রাত পোহালেই এই বছরের গঙ্গাসাগর মেলা শুরু হচ্ছে। জায়গায় জায়গায় ওয়াচ টাওয়ারের মাধ্যমে গোটা মেলা চত্বরকে কড়া নিরাপত্তায় ঢেকে ফেলতে তৎপর প্রশাসন। ড্রোনের সাহায্যে আকাশপথে ও স্পিড বোটের সাহায্যে জলপথেও চলবে নজরদারি।প্রশাসন সূত্রে খবর, এবারই প্রথম গঙ্গাসাগরে আসা পুণ্যার্থীদের হাতে তুলে দেওয়া হবে রাজ্য সরকারের বিশেষ শংসাপত্র। এই বছর গঙ্গাসাগরে রেকর্ড ভিড় হবে বলে মনে করছে রাজ্য প্রশাসন।

ইতিমধ্যেই বেশ কিছু মানুষ কপিল মুনির আশ্রম সংলগ্ন এলাকায় পৌঁছে গেছেন বলে জানা যাচ্ছে। যেহেতু এত মানুষের সমাগম তাই অপ্রীতিকর ঘটনা এড়াতে মেলা চত্বরে থাকছে হাইটেক মেগা কন্ট্রোল রুম, যেখানে ৫২টি LED টিভি ও ১টি সুবিশাল LED স্ক্রিনের মাধ্যমে পরিস্থিতির ওপর নজর রাখা হবে বলেই প্রশাসন সূত্রে খবর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*