“IPL-এর জন্য তৈরি হও”, রাজ্য ক্রিকেট সংস্থাগুলিকে চিঠি সৌরভের

Spread the love

ICC টি-২০ বিশ্বকাপের ভবিষ্যৎ জানতে হলে আরও একমাস অপেক্ষা করতে হবে। কিন্তু IPL নিয়ে আশা ছাড়ছে না ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ৷ এবছর IPL মঞ্চস্থ করার সবরকম বিকল্প ব্যবস্থার খোঁজ চালাচ্ছে BCCI ৷ একথাই জানিয়ে দিলেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৷

পাশাপাশি চিঠি মারফৎ রাজ্য ক্রিকেট সংস্থাগুলিকে IPL-এর জন্য তৈরি থাকার নির্দেশও দিয়েছেন তিনি। চিঠিতে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় লিখেছেন, চলতি বছরে IPL আয়োজন করার সবরকম বিকল্প ব্যবস্থার খোঁজ করছে BCCI ৷ দর্শকশূন্য গ্যালারিতেও IPL মঞ্চস্থ করা হতে পারে ৷ সমর্থক, ফ্র্যাঞ্চাইজ়ি, খেলোয়াড়, সম্প্রচারকারী সংস্থা, বিনিয়োগকারী সংস্থা সহ সকলেই এবছরের IPL-এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছে ৷

তিনি আরও লিখেছেন, “ভারতীয়দের পাশাপাশি বিদেশি খেলোয়াড়রাও এবছর IPL-এ অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে ৷ ভারতীয় ক্রিকেট বোর্ডও এবছরের IPL নিয়ে আশাবাদী ৷ এই বিষয়ে খুব তাড়াতাড়ি পরিকল্পনা নেওয়া হবে ৷”

বুধবার সদস্য দেশগুলিকে নিয়ে বৈঠকে বসেছিল ICC৷ সেই বৈঠকেও চলতি বছরের টি-২০ বিশ্বকাপের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ৷ সিদ্ধান্ত নেওয়ার আগে আরও একমাস পরিস্থিতি যাচাই করে নিতে চায় ICC ৷ অক্টোবরের টি-20 বিশ্বকাপের উপরই নির্ভর করছে ১৩ তম IPL-এর ভবিষ্যৎ ৷ সেই বৈঠকের একদিন পরই IPL নিয়ে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টের চিঠি বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ক্রিকেট মহল ৷

ICC জানিয়েছে, তারা টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত করার সবরকম চেষ্টা করছে ৷ তা সত্ত্বেও আশা ছাড়ছে না ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ কোনওভাবে কুড়ি বিশের বিশ্বকাপ পিছিয়ে গেলে IPL-এর দরজা খুলে যাবে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*