ভারতীয় ক্রিকেট বোর্ডের হটসিটে বাংলার মহারাজ। সৌরভ গঙ্গোপাধ্যায় সভাপতি নিশ্চিত হওয়ার পর থেকে অনেকেই বলতে শুরু করেছিলেন, নিশ্চয়ই বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কোনও ‘রফা’ হয়েছে! কৌতূহলীদের অনেকে আবার এও বলতে শুরু করেন, তাহলে কি মহারাজকেই বাংলায় মুখ্যমন্ত্রী মুখ করে একুশের দিকে পা ফেলবে গেরুয়া শিবির? কিন্তু সেই জল্পনায় প্রথমেই জল ঢেলেছিলেন দাদা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সৌরভকে বিজেপিতে সবসময় স্বাগত। কিন্তু বিসিসিআই সভাপতি হওয়ার জন্য তাঁর উপর কোনও শর্ত চাপানো হয়নি।
মঙ্গলবার মুম্বইয়ে সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে সৌরভ এ প্রসঙ্গে বলেন, ক্ষমতায় থাকলে সবাই চাইবে ভাল লোককে দলে নিতে। সে দিদি হোক বা অমিত শাহ। প্রাক্তন ভারত অধিনায়ক আরও বলেন, আমার উপর কোনও চাপ নেই। আর আমি রাজনীতির লোকও নই।
এদিন সৌরভ আরও বলেন, ভালো জিনিস সব সময় শেষ মিনিটেই হয়। সেঞ্চুরির ক্ষেত্রেও আগে ৯৯ রান করতে হয় তারপর এক করলে ১০০ হয়। বোর্ড সভাপতি হওয়ার ব্যাপারটাও তাই। শেষ মিনিটে সবটা হয়েছে। তবে মহারাজের পাখির চোখ এখন ভারতীয় ক্রিকেট বোর্ডকে ছন্দে ফেরানো।
Be the first to comment