বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের একটা সেলফিই ঝড় তুলে দিলো সোশাল মিডিয়ায়। ফের একবার প্রমাণিত হয়ে গেলে তাঁর জনপ্রিয়তায় আজও এক ফোঁটা ভাটা পড়েনি। বোর্ডের সভাপতি হিসেবে আসমুদ্র হিমাচলের ভালবাসা আর আস্থা রয়েছে দেশের প্রাক্তন অধিনায়কের ওপরেই।
সৌরভ বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের চেক-ইন কাউন্টারের সামনে দাঁড়িয়ে একটি সেলফি তুলেছেন। একই ফ্রেমে ছিলেন বিমানবন্দরের কয়েকজন নিরাপত্তা কর্মী ও সৌরভের ফ্য়ানেরা। এই ছবি টুইট করে সৌরভ লেখেন, মানুষের এই ভালবাসার কাছে আমি কৃতজ্ঞ। আর সৌরভের এই টুইট দেখার পরেই ফ্য়ানেরা তাঁদের ভালবাসার ডালি উপচে দিয়েছেন।
বুধবার ন্য়াশনাল ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ) পরিদর্শনে গিয়েছিলেন সৌরভ। এনসি-এ প্রধান ও প্রাক্তন সতীর্থ রাহুল দ্রাবিড়ের সঙ্গে এনসিএ-এর প্রস্তাবিত নয়া অ্যাকাডেমি নিয়েও তাঁদের দীর্ঘক্ষণ কথাবার্তা হয়। বিমানবন্দরের ঠিক পাশেই হবে নয়া অ্যাকাডেমি। যার জন্য় ইতিমধ্য়েই কর্ণাটক সরকারের থেকে বোর্ড ৪০ একর জমি নিয়েছে। এটাই হবে বিসিসিআই-এর সেন্টার অফ এক্সিলেন্স।
Be the first to comment