বোর্ড সভাপতি হয়ে শহরে পদার্পণ মহারাজের

Spread the love

ছবিটা পরিস্কার হয়ে যাওয়ার পর থেকেই উৎসবের মেজাজ বাংলার ক্রিকেটমহলে। মঙ্গলবার বিকেলে সেই উৎসবমুখর আবহ বাড়তি মাত্রা পেল সৌরভ গঙ্গোপাধ্যায়ের শহরে ফেরায় ৷ উল্লেখ্য, রবিবার রাতেই সৌরভের বিসিসিআই সভাপতি হওয়ার কথা জেনে যায় ভারতীয় ক্রিকেটমহল ৷ শুধু মনোনয়োন জমা দেওয়ার সময়সীমা শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছিল না বোর্ড সভাপতির দৌড়ে সৌরভের পথ নিষ্কণ্টক হতে চলেছে কিনা। সোমবার নতুন করে কেউ প্রতিদ্বন্দ্বিতায় না নামায় নিশ্চিত হয়ে যায় সর্বসম্মতভাবে বোর্ড সভাপতি হচ্ছেন মহারাজ ৷

সৌরভের বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা উঁকি দেওয়া যাবৎ অত্যন্ত ঔৎসুক্য ছিল সিএবি’র অন্দরমহলে ৷ সোমবার থেকে সেই ঔৎসুক্যটা উদ্দীপণায় পরিণত হয় ৷ সৌরভকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল সেই থেকেই ৷ সাজ সাজ রব ছিল সিএবি চত্ত্বরে ৷ মঙ্গলবার বিকালে সৌরভ দমদম বিমান বন্দরে পা দেওয়া মাত্র শুরু হয়ে যায় উৎসব ৷ সিএবির ক্লাব হাউস সাজানো হয়েছে ফুল দিয়ে ৷ সৌরভের বিশাল ছবি চোখে পড়ছে সর্বত্রই ৷ বিমানবন্দরে অসংখ্য অনুরাগী সৌরভকে বরণ করে নেওয়ার জন্য উপস্থিত ছিলেন ৷ উপস্থিত ছিলেন সিএবি কর্তারাও ৷

এদিন বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌরভ বলেন, কঠিন একটা সময়ে আমাকে বোর্ডের দায়িত্ব দেওয়া হয়েছে ৷ এমন পরিস্থিতিতে আমার উপর আস্থা রাখায় ভালো লাগছে ৷ আমি আত্মবিশ্বাসী এমন কঠিন সময়ে ভারতীয় ক্রিকেটকে সঠিক দিশা দিতে পারব বলে ৷

সৌরভ আরও জানান যে, বিসিসিআইয়ে তাঁকে একটা তরুণ দল নিয়ে কাজ করতে হবে ৷ সবারই বয়স কম ৷ সেই অর্থে সচিব জয় শাহ ও তাঁর প্রশাসনিক অভিজ্ঞতাই সব থেকে বেশি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*