ফের চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল গড়বেতা গ্রামীণ হাসপাতালে। এ বার শিশু মৃত্যু ঘিরে ধুন্ধুমার বাধল হাসপাতাল চত্বরে। চিকিৎসায় গাফিলতির অভিযোগে বৃহস্পতিবার সকালে ডাক্তারদের উপরে চড়াও হন মৃতের পরিজনেরা। বিক্ষোভ শুরু করেন স্থানীয়েরাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাসপাতাল চত্বর ঘিরে রেখেছে গড়বেতার থানার পুলিশ।
পেটে যন্ত্রণার কারণে ছেলে সম্রাটকে এ দিন সকালে হাসপাতালে নিয়ে আসেন মানিকদীপা গ্রামের বাসিন্দা সুকুমার ও পূর্ণিমা রুইদাস। তাঁদের অভিযোগ, এমার্জেন্সিতে কোনও ডাক্তার ছিলেন না। নার্সেরা ফোন করে দু’জন ডাক্তারকে নিয়ে আসেন। শিশুটির মা পূর্ণিমা জানিয়েছেন, ডাক্তারেরা এমন ওষুধ দেন যেটা খাবার কিছুক্ষণের মধ্যেই সম্রাট শ্বাসপ্রশ্বাস পুরোপুরি বন্ধ হয়ে যায়।
শিশুটির পরিবারের দাবি, খবর দেওয়ার অনেক পরে ডাক্তারেরা এসে পৌঁছন। তারপর এমন ওযুধ দেন যেটা খেয়ে সম্রাটের মৃত্যু হয়। ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছেন তাঁরা।
Be the first to comment