ওয়েলসে তাঁর ভবিষ্যৎ কী ? প্রশ্ন শুনে রেগে গিয়ে সাংবাদিক বৈঠক ছেড়ে উঠে গেলেন তারকা ফুটবলার গ্যারেথ বেল ৷ শনিবার ইউরো অভিযান শেষ হয়েছে ওয়েলসের ৷ রাউন্ড অফ ১৬ ম্যাচে ডেনমার্কের কাছে কার্যত বিধ্বস্ত হয় গ্যারেথ বেলের ওয়েলস ৷ তারপর সাংবাদিক বৈঠকে জাতীয় দলে তাঁর ভবিষ্যতের কথা জানতে চান এক সাংবাদিক ৷ সেই প্রশ্ন শুনেই তেলেবেগুনে রেগে যান বেল ৷
ডেনমার্কের কাছে ৪-০ ব্যবধানে হারে ওয়েলস ৷ তবে প্রথমার্ধে বার দু’য়েক গোল করার চেষ্টা করেছিলেন বেল ৷ ডেনমার্কের গোলরক্ষককে নড়াতে পারেননি ৷ যদিও ম্যাচের বেশিরভাগ সময় দাপট দেখায় ডেনমার্ক ৷ এরপরই বেলের আন্তর্জাতিক কেরিয়ার নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে ৷ শনিবার সংবাদ সংস্থা বিবিসি এই নিয়ে প্রশ্ন করায় রেগে যান তিনি ৷ রিপোর্টার প্রশ্ন শেষ করার আগেই মাইক ছেড়ে চলে যান তিনি ৷
ওই সাংবাদিকের প্রশ্ন ছিল, ‘‘ আমি জানি আপনাকে গতকাল জিজ্ঞাসা করা হয়েছিল, এটাই কি আপনার ওয়েলসের হয়ে শেষ ম্যাচ ? তবে আপনি বলেছিলেন ওয়েলসের হয়ে আরও অন্তত একটি ম্যাচ খেলতে চান …৷ ওই সাংবাদিকের প্রশ্ন শেষ হওয়ার আগেই 31 বছরের বেল মাইক ছেড়ে বেরিয়ে যান ৷
তবে গোটা বিষয়টিতে বেশ বিরক্ত দলের ম্যানেজার রবার্ট পেজ ৷ বলেন, এমন সময়ে, যখন সমস্ত ওয়েলস ফুটবলারের মানসিক অবস্থা ঠিক নেই, বেলকে এই রকম প্রশ্ন করা উচিত নয় ৷
Be the first to comment