গড়িয়ায় পচা মুরগী মাংস বিক্রি করার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল ৷ প্যাকেট ও বস্তা বন্দী ৩০ কেজি মাংস উদ্ধার করল স্থানীয় বাসিন্দারা ৷ এইসব মাংস পার্কসার্কাস থেকে আনা হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ী নিজেই ৷ তবে তার চোখের সামনে মাংস কেটে দেননি বিক্রেতারা ৷ রাজপুর ও সোনারপুর পৌরসভার স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বিভাস মুখার্জীর দাবী তারা নজরদারী চালিয়েই এই মাংস ধরেছেন ৷ মরা মুরগীর মাংস বলেই দাবী করেছেন তিনি ৷ এই ঘটনায় খবর দেওয়া হয় সোনারপুর থানায় ৷ পুলিশ এসে মাংস বাজেয়াপ্ত করে ৷ আটক করা হয়েছে ব্যবসায়ীকেও ৷ ব্যবসায়ী কিশোর নস্করের দাবী তিনি এই মাংস রসিদ সহ পার্কসার্কাসের হালাল থেকে এনেছেন ৷ এই মাংস গড়িয়া বাজারে বিক্রি করতেন তিনি ৷ তার আগেই ধরা পড়ে যান ৷ তার কাছে কাগজ আছে বলেও দাবী করেন তিনি ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে সোনারপুর থানার পুলিশ ৷ পুরো মাংস বাজেয়াপ্ত করা হয়েছে ৷ কিশোর বাবুকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ ৷ বাজেয়াপত করা মাংস পরীক্ষার জন্য পাঠানো হবে বলে জানা গিয়েছে সোনারপুর থানা সুত্রে ৷ পাশাপাশি মাংস বিক্রেতাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ এই মাংস কোথা থেকে কিভাবে সে সংগ্রহ করেছিল তা খতিয়ে দেখছে পুলিশ
Be the first to comment