ইতিমধ্যে পেঁয়াজের দাম আকাশ ছুঁয়েছে। মাছ-মাংস থেকে সবজি, সবকিছুর দামই ক্রমশ বাড়ছে। বাজারে গিয়ে কার্যত নাজেহাল অবস্থা সাধারণ মানুষ। আর এরই মধ্যে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। এক ধাক্কায় ১৯ টাকা বাড়ল দাম। ভর্তুকিহীন গ্যাসের দাম বেড়ে দাঁড়াল ১৯.৫০ টাকা। আজ রবিবার অর্থাৎ ১ লা ডিসেম্বর থেকেই বর্ধিত দাম কার্যকর হতে চলেছে। এক ধাক্কায় এভাবে দাম বৃদ্ধি হওয়াতে মাথায় হাত সাধারণের। শুধু তাই নয়, আগামিদিনে আরও গ্যাসের দাম বাড়ার আশঙ্কা রয়েছে। আর তা বাড়লে এবার মধ্যবিত্তের হেঁসেলে আগুন লেগে যাওয়ার জোগাড়।
নয়া বর্ধিত দাম কার্যকর হওয়াতে ভরতুকিহীন রান্নার গ্যাস কিনতে গেলে গ্রাহককে এখন থেকে ৭২৫.৫০ টাকা দিতে হবে। এই নিয়ে গত চারমাসে ১২৪ টাকা বাড়ল গ্যাস সিলিন্ডারের দাম। উল্লেখ্য,ধাপে ধাপে গত মাসেও একইভাবে বেড়েছিল রান্নার গ্যাসের দাম। কেন্দ্রের তরফে বছরে ১২টি রান্নার গ্যাসের সিলিন্ডারে ভরতুকি দেওয়া হয়। সেই ভরতুকির টাকা সরাসরি গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে চলে যায়। কিন্তু ১২টার বেশি সিলিন্ডারের প্রয়োজন হলে, তখন ভরতুকিহীন সিলিন্ডার কিনতে হয়।
Be the first to comment