ফের মধ্যবিত্তের হেঁসেলে আগুন। এক ধাক্কায় আকাশ ছুঁয়েছে রান্নার গ্যাসের দাম। এক ধাক্কায় রান্নার গ্যাসের দাম বেড়ে হল ২১ টাকা ৫০ পয়সা। ফলে কলকাতায় ভর্তুকিবিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে হল ৭৪৭ টাকা। আজ বুধবার ১লা জানুয়ারি থেকে নয়া বর্ধিত দাম কার্যকর হতে চলেছে।
এই নিয়ে চার মাসের মধ্যে রান্নার গ্যাসের দাম বাড়ল ১৪৬ টাকা। ডিসেম্বরের শুরুতে অনেকটাই বেড়েছিল রান্নার গ্যাসের দাম। প্রায় ১৯ টাকা দাম বেড়েছিল গ্যাসের। সেই সময় হেঁসেলে আগুন লেগেছিল। আরও একধাপ বাড়িয়ে গ্যাসের দাম বাড়ল ২১টাকা। যা অনেকেই আয়ত্তের বাইরে বলেই জানাচ্ছেন।
আন্তর্জাতিক বাজারে সঙ্গে সঙ্গতি রেখে গ্যাসের দাম নির্ধারণ করে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি। প্রতি মাসে গ্যাসের দাম নির্ধারণ করা হয়। যার ফলে বদলে যায় ভরতুকির পরিমাণও। পুজোর আগে ভরতুকিহীন রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়েছিল। সে বার কলকাতা, দিল্লি, মুম্বই এবং চেন্নাইয়ের ১৪.২ কেজি ওজনের ভরতুকিবিহীন গ্যাসের সিলিন্ডারের দাম ১২.৫ থেকে ১৫ টাকা বাড়ানো হয়েছিল। আরও একবার গ্যাসের দাম কমালো রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি।
অন্যদিকে, আগেই জানানো হয়েছিল যে নতুন বছরেই রেলের ভাড়া বাড়বে। হলও তাই। বর্ষশেষের সন্ধেতেই ঘোষণা হয় নতুন ভাড়া। আজ বুধবার থেকেই কার্যকর হচ্ছে সেই বর্ধিত ভাড়া। তবে যেসব যাত্রী ইতিমধ্যেই প্রি-বুক করে ফেলেছেন রেলের টিকিট, তাঁদের কোনও চিন্তার কারণ নেই। তাঁদের নতুন দামের আওতায় পড়তে হবে না।
Be the first to comment