দেশে রান্নার গ্যাসের কোনও অভাব নেই, যথেষ্ট পরিমাণ মজুত রয়েছে। তবুও একটি সিলিন্ডার বুকিংয়ের পরে ১৫ দিন না পেরোলে দ্বিতীয়টি বুক করা যাবে না। লকডাউনের জেরে আতঙ্কিত হয়ে অনেকেই অপ্রয়োজনে গ্যাস বুক করছেন। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই নতুন নিয়ম চালু করা হল বলে জানিয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন।
ইন্ডিয়ান অয়েলের প্রেসিডেন্ট সঞ্জীব সিং একটি ভিডিও মেসেজে জানিয়েছেন, দেশে এলপিজি-র কোন অভাব নেই। সব রকমের পেট্রোলিয়াম পণ্যের সরবরাহই ঠিকঠাক আছে। পেট্রোল, ডিজেল থেকে রান্নার গ্যাস কোনও কিছুরই অভাব নেই। বিশেষ করে এলপিজি গ্রাহকরা চিন্তামুক্ত থাকতে পারেন। সরবরাহ একেবারে স্বাভাবিক আছে। তবু গ্রাহকরা যেন প্যানিক করে বুক না করেন। এটা হলে অযথা চাপ তৈরি হবে। এই কারণেই এখন এমন ব্যবস্থা করা হল যাতে কেউ একটি সিলিন্ডার নেওয়ার পরে ১৫ দিনের আগে দ্বিতীয়টি বুক করতে না পারে।
Be the first to comment