রান্নার গ্যাস নিয়ে চিন্তা বেড়েছে মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত সকলের। ইদানীং গ্যাস সিলিন্ডারের দাম অনেকটাই বেড়ে গিয়েছে। এবার নাকি সুরাহা মিলতে পারে। আর সেটা মার্চ মাস থেকেই।
কেন্দ্রের দাবি ঠিক হলে এটা সাধারণ মানুষের জন্য বড় সুখবর ৷ আগামী মাস থেকে সস্তা হতে পারে রান্নার গ্যাসের দাম ৷ বৃহস্পতিবার রায়পুরে এমনই ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ৷ তিনি জানান, আগামী মাস থেকে কম হতে পারে রান্নার গ্যাসের দাম ৷
বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রীকে এলপিজির দাম বৃদ্ধির বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, দাম যেমন বেড়েছে তেমন কমবেও। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে এই মাসে দাম অনেকটা বেড়েছে গ্যাসের ৷ তবে আগামী মাসে দাম কমার সম্ভাবনা রয়েছে ৷
গত সপ্তাহেই ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডারের দাম (১৪.২ কিলোগ্রামের ) ১৪৯ টাকা বেড়েছিল ৷ ইন্ডিয়ান ওয়েলের ওয়েবসাইট অনুযায়ী, দিল্লিতে সিলিন্ডারের দাম বেড়ে ৮৫৮ টাকা হয়েছে। যেটা ছিল ৭১৪ টাকা৷ একই ভাবে মুম্বইয়ে সিলিন্ডারের দাম ৭৪৭ টাকা থেকে বেড়ে ৮৯৬ টাকা, চেন্নাইয়ে ৬৮৪.৫০ টাকা থেকে বেড়ে ৮২৯.৫০ টাকা এবং কলকাতায় ৭৩৪ টাকা থেকে বেড়ে সিলিন্ডারের দাম ৮৮১ টাকা হয়েছে।
Be the first to comment