লকডাউনের বাজারে চারিদিকে হাহাকারের ছবি। এর মধ্যেই মধ্যবিত্তের জন্য কিছুটা স্বস্তির খবর শোনাল রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি। মে মাসে দেশজুড়ে একধাক্কায় অনেকটাই কমল রান্নার গ্যাসের দাম। আজ, শুক্রবার থেকে নয়া মূল্য কার্যকর হয়েছে।
কলকাতায় ভরতুকিবিহীন গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের দাম ১৯০ টাকা কমল। যার ফলে দাম দাঁড়াল ৫৮৪ টাকা ৫০ পয়সা। অর্থাৎ এই মাসে যারা সিলিন্ডার নেবেন, তাঁদের ৫৮৪ টাকা ৫০ পয়সা দিয়ে তা কিনতে হবে। তবে ভর্তুকি বাবদ গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা জমা পড়বে, তা জানানো হয়নি। এ দিকে, নন-ডমেস্টিক ১৯ কিলো সিলিন্ডারের দাম ২৬২ টাকা ৫০ পয়সা কমে হয়েছে ১০৮৬ টাকা।
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে প্রতি মাসে গ্যাসের দাম নির্ধারণ করে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি। এ ক্ষেত্রে আগের মাসে আন্তর্জাতিক বাজারে গ্যাসের দামের ওপরে ভিত্তি করে এদেশে পরের মাসের গ্যাসের দাম নির্ধারিত হয়। বিশ্ব বাজারে জ্বালানির দাম ব্যাপক হ্রাস পাওয়ায় তারই সুফল পেলেন মধ্যবিত্তরা।
কেন্দ্রীয় সরকার বছরে ১৪.২ কেজি ওজনের বারোটি রান্নার গ্যাসের সিলিন্ডারে ভরতুকি দেয়। ভরতুকিহীন দামে গ্যাস সিলিন্ডার কেনেন গ্রাহক। তবে পরে ভরতুকির টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে চলে যায়। তবে বারোটির বেশি সিলিন্ডারের প্রয়োজন হলে আর কোনও ভরতুকি পান না গ্রাহকেরা।
Be the first to comment