এলপিজি সিলিন্ডারের লাগাতার মূল্যবৃদ্ধির জেরে পকেটে কম-বেশি চাপ পড়েছে সকলেরই ৷ তবে এবার নতুন বছরের প্রথম দিনেই সামনে এল বড় সুখবর ৷ এক ঝটকায় ১০০ টাকা কমতে চলেছে এলপিজি সিলিন্ডারের দাম ৷ যদিও ঘরোয়া রান্নার গ্যাস ১৪.২ কেজি সিলিন্ডারের দাম কমানো হয়নি ৷ কমেছে ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহার হওয়া 19 কেজি সিলিন্ডারের দাম ৷ এমনই জানিয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ৷
গত ডিসেম্বর মাসেই ১০০ টাকা বাড়ানো হয়েছিল কমার্শিয়াল গ্যাসের দাম ৷ যার জেরে কলকাতায় ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম হয়ে গিয়েছিল ২১৭৮ টাকা ৷ এক্ষেত্রে এবার মোট ১০২ টাকা ছাড় পেতে চলেছেন গ্রাহক ৷ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন দাম কমানোয় বর্তমানে মুম্বইয়ে ১৯ কেজি সিলিন্ডারের দাম হবে ১৯৪৮.৫০ টাকা, অন্যদিকে চেন্নাইয়ে সিলিন্ডার পিছু দাম হবে ২১৩১ টাকা ৷ প্রসঙ্গত, ডিসেম্বরে কমার্শিয়াল গ্যাসের দাম বাড়লেও ঘরোয়া রান্নার গ্যাসের দাম একই ছিল ৷
বর্তমানে কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ৯২৬ টাকা, যা আপাতত অপরিবর্তিতই থাকছে ৷ তবে রান্নার গ্যাসের দাম না কমলেও কমার্শিয়াল গ্যাসের দাম কমায় কিছুটা অন্তত সাশ্রয় হবে গ্রাহকদের ৷
Be the first to comment