রোজদিন ডেস্ক :-
ভোপাল ঘটনার পুনরাবৃত্তি, না এবার মধ্যপ্রদেশ নয়, মহারাষ্ট্রের থানে অঞ্চলের একটি রাসায়নিক কারখানা থেকে গ্যাস লিক করেছে। যদিও কোনরকম মৃত্যুর খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে খবর, সন্ধের পর থেকেই আচমকা ধোঁয়ায় ভরে যায় গোটা অঞ্চল। প্রথমে বোঝা যায়নি ধোঁয়াটি কোথা থেকে আসছে। তবে ক্রমশ অনেকের চোখ জ্বালা করতে শুরু করে। তখনই অনুমান করা সম্ভব হয় এটি আসলে রাসায়নিক ধোঁয়া। গ্যাস লিক করার জেরে দৃশ্যমানতাও কমে যায়। চোখ জ্বালা করার পাশাপাশি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন অনেকেই। স্বাভাবিকভাবে সেই ভোপাল গ্যাস দুর্ঘটনার কথা মনে পড়ছিল অনেকের।
গ্যাস লিকের খবর পেয়ে অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় বিপর্যয় মোকাবিলা বাহিনী। কী কারণে ওই রাসায়নিক কারখানায় গ্যাস লিক করল তা খতিয়ে দেখা হচ্ছে। এই গ্যাস লিকের কারণে কেউ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, বা কারও মৃত্যু হয়েছে, এখনও সেই খবর আসেনি। মনে করা হচ্ছে, পরিস্থিতি স্বাভাবিকের দিকে এগোচ্ছে।
এই প্রসঙ্গে বলে রাখা ভালো ১৯৮৪ সালে মধ্য প্রদেশের ভোপালে যে গ্যাস দুর্ঘটনা ঘটেছিল, তাঁর জেরে অনেক মানুষ শ্বাস কষ্টজনিত, চোখের সমস্যায় হয়তো এখনো ভুগছেন। এই ঘটনা খানিকটা হলেও মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করেছে
Be the first to comment