আন্তর্জাতিক বাজারে ক্রমশ পড়ছে টাকার দাম। সেই সঙ্গে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে পেট্রপণ্যের দাম। যার ফলে আগুন দাম হয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসেরও। এর মধ্যেই আম জনতার কপালে দুশ্চিন্তার ভাঁজ আরও চওড়া করতে দাম বাড়ল রান্না গ্যাসেরও। আশঙ্কা আগেই ছিল। এ বার সেটাই সত্যি হলো।
রাজধানী শহর দিল্লিতে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বেড়েছে ৫৯ টাকা। নতুন দাম হয়েছে ৮২০ টাকা। আর ভর্তুকি সহ গ্যাস সিলিন্ডারের দাম ২.৮৯ টাকা। আগে দাম ছিল ৪৯৯.৫১ টাকা। নতুন দাম ৫০১.৪০ টাকা। ১ অক্টোবর থেকেই কার্যকর হবে নয়া দাম। তবে কেবল দিল্লিতেই নয়। দাম বেড়েছে অন্যান্য মেট্রপলিটন শহরগুলোতেও। কলকাতায় ভর্তুকিহীন গ্যাসের দাম ৮৪৯ টাকা। আর ভর্তুকি সমেত সিলিন্ডারের দাম ৪৮৫ টাকা। মুম্বইতে ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের দাম ৭৯৫ টাকা। আর চেন্নাইতে ৮৩৮ টাকা।
বছরে ১২টি ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডার পান গ্রাহকরা। সেপ্টেম্বর মাস পর্যন্ত ভর্তুকি হিসেবে গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ত ৩২০.৪৯ টাকা। বর্তমানে তা বেড়ে হয়েছে ৩৭৬.৬০ টাকা। অক্টোবর মাস থেকে এই পরিমাণ টাকাই জমা পড়বে। রবিবার একটি বিজ্ঞপ্তি জারি করে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে টাকার মূল্য কমে যাওয়া এবং অত্যধিক মাত্রায় জ্বালানির দাম বৃদ্ধি পাওয়াই গ্যাসের দাম বৃদ্ধির অন্যতম কারণ। ভবিষ্যতে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
এদিকে সোমবার কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম বেড়েছে ২৩ পয়সা। আর প্রতি লিটারে ডিজেলের দাম বেড়েছে ৩০ পয়সা৷ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের নতুন দাম ৮৫.৫৩ টাকা। এবং এক লিটার ডিজেলের দাম ৭৬.৯৪ টাকা৷ দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দাম ৮৩.৭৩ টাকা এবং ডিজেলের দাম ৭৫.০৯ টাকা। মুম্বইয়ে পেট্রোলের দাম লিটার প্রতি ২৪ পয়সা বেড়ে নতুন দাম ৯১.০৮ টাকা। আর ডিজেলের দাম ৩২ পয়সা করে বেড়ে মুম্বইয়ের লিটার প্রতি ডিজেলের দাম ৭৯.৭২ টাকা। চেন্নাইয়ে পেট্রোল লিটার প্রতি ৮৭.০৫ টাকা এবং ডিজেল ৭৯.০৪ টাকা৷
Be the first to comment