পৌষ সংক্রান্তির পূণ্য স্নানের জন্য প্রতি বছরের মতো এবছরও গঙ্গাসাগরে এসেছেন বহু মানুষ। জানা গিয়েছে, রবিবার রাত পর্যন্ত গঙ্গাসাগরে প্রায় ১৬ লক্ষ মানুষ ভিড় জমিয়েছেন। পূণ্য স্নান মঙ্গলবার। তার আগে পুন্যার্থীর সংখ্যা ২০ লক্ষ ছাড়িয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। এত মানুষের ভিড় সামাল দিতে তৎপর প্রশাসন। বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে প্রচুর সংখ্যক পুলিশ। তাছাড়া মেলা চত্বরেই থাকছে ৮০০ টি সিসিটিভি এবং ২০০ টি বেলুন ক্যামেরা।
এদিকে মেলার প্রস্তুতিতে যাতে কোনওরকম খামতি না থাকে তার জন্য রাজ্যের ১০ জন মন্ত্রীকে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেলা শুরুর আগে মুখ্যমন্ত্রী নিজে গঙ্গাসাগরের পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখে এসেছেন। তাছাড়া কলকাতায় বসেও গোটা পরিস্থিতির উপর সর্বক্ষণ নজর রেখেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বেশ কয়েকদিন ধরে সাগরেই রয়েছেন। রবিবার সন্ধ্যায় তিনি জানান, এলাহাবাদের কুম্ভ মেলার থেকে এই গঙ্গাসাগরে আসতে মানুষের আগ্রহ বেশি। অথচ কেন্দ্রীয় সরকার বৈষম্য করছে। আর্থিক ভাবে আমরা কুম্ভ মেলার মতো সাহায্য পাচ্ছি না। অন্যদিকে তিনিও মনে করেন সোমবার রাতের মধ্যেই ২০ লক্ষ মানুষ চলে আসবেন সাগরে।
Be the first to comment