গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কাটাতে কড়া পদক্ষেপ কর্তৃপক্ষের

Spread the love

চারদিন ধরে অস্থায়ী কর্মীদের বিক্ষোভের জেরে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কাটাতে কড়া ব্যবস্থা নিল কর্তৃপক্ষ। অস্থায়ী কর্মীদের শুক্রবার দুপুর দুটোর মধ্যে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি সকল অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধির দাবি মেনে নেওয়া হয়েছে। বর্তমানে তাঁদের বেতন ৪২০০ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে, যে সকল আন্দোলনকারী অস্থায়ী কর্মীরা এখনও এই নির্দেশ না মেনে আন্দোলন করবেন, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, অস্থায়ী কর্মীদের আন্দোলনের জেরে গত সোমবার থেকে উত্তাল হয়ে উঠে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। রাতভর ঘেরাও হয়ে থাকেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলার বিনয় হালদার। মঙ্গলবার সকালেও বিশ্ববিদ্যালয়ের মেন গেটের সামনে তালা ঝুলিয়ে সারাদিন ধরে চলে ১২২ জন অস্থায়ী কর্মীদের বিক্ষোভ, আন্দোলন।

মঙ্গলবার সকালেও দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের পাশের গেট দিয়ে শিক্ষক ও ছাত্র ছাত্রীরা প্রবেশ করছেন। কিন্তু প্রশাসনিক কাজকর্ম কার্যত কিছুই হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বিপ্লব গিরি বলেন, ”অস্থায়ী কর্মীদের সব দাবি আমরা মেনে নিয়েছি। কেবল দুটি দাবি বিশ্ববিদ্যালয়ের হাতে নেই। তার মধ্যে একটি হলো অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ। এই বিষয়টি রাজ্য সরকারের উচ্চ শিক্ষা দফতরকে জানিয়েছি। আরেকটি হচ্ছে, অস্থায়ী কর্মীদের সরকারিভাবে সুযোগ দেওয়া। সেটিও রাজ্য সরকারের একটি নির্দেশের অপেক্ষায় রয়েছি।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*