সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্ত কে টি নবীন কুমার এক সাক্ষীকে প্রাণের ভয় দেখিয়েছে বলে অভিযোগ উঠল। নবীনকুমারের জামিনের শুনানির সময় সেশনস কোর্টে এই চাঞ্চল্যকর অভিযোগ করেন সরকারি আইনজীবী টি এম নরেন্দ্র। তিনি বলেন, জেলের ভিতর থেকেই গিরীশ নামে ওই প্রধান সাক্ষীকে চাপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। নবীন গত দুমাস বিচারবিভাগীয় হেফাজতে রয়েছে। কর্নাটকে মুদ্দুরে নবীনকুমার হিন্দু যুব সেনা তৈরি করেছিল। সেই সংগঠনে ছিল তার ভাগ্নে গিরীশ। সে এখন পুলিশের সাক্ষী। সে ম্যাজিস্ট্রেটের কাছে বয়ান নথিভুক্ত করেছে। সে জানিয়েছে, সম্ভাব্য হত্যাকারী সুজিত, অমল কালে এবং নিহাল দাদা সঙ্গে নবীনকুমারের বৈঠকের ব্যাপারে সে সব জানে। বাকি দুজন গ্রেফতার হলেও নিহালকে এখনও ধরা যায়নি। গিরীশ ছাড়াও আরও চারজন পুলিশের সাক্ষী হয়েছে। ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর তাঁর বাড়ির সামনে খুন হন গৌরী।
Be the first to comment