সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যায় অভিযুক্ত ঋষিকেশ দেবদিকরকে গ্রেপ্তার করল বিশেষ তদন্তকারী দল ( SIT) ৷ ঝাড়খণ্ড জেলার কতরাস থেকে গ্রেপ্তার করা হয়েছে গৌরী লঙ্কেশ হত্যায় অভিযুক্ত এই ব্যক্তিকে ৷ বহুদিন ধরে সে পলাতক ছিল ৷ কারতাসের এক ব্যবসায়ীর পেট্রোল পাম্পে তত্ত্বাবধায়ক হিসাবে কাজ করছিল ঋষিকেশ, বদলে ফেলেছিল নাম ৷
গত দেড় বছর ধরে খোঁজ চলছে অভিযুক্তের ৷ ঋষিকেশ মহারাষ্ট্রের বাসিন্দা বলেই জানা গিয়েছে ৷
উল্লেখ্য, ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর ৷ বেঙ্গালুরুতে নিজের বাড়ির সামনেই খুন হন এই সাংবাদিক-লেখিকা। বাইকে চড়ে আসা আততায়ীরা তাঁকে প্রায় সামনে থেকে গুলি করে। গৌরী লঙ্কেশের বাড়ির CCTV ক্যামেরায় সেই দৃশ্য ধরাও পড়েছিলো। মুখ ঢাকতে এক আততায়ী হেলমেট পরে এসেছিল, দেখা গিয়েছিল CCTV ফুটেজে।
বামপন্থী মতাদর্শে বিশ্বাসী বিশিষ্ট সাংবাদিক ও সমাজকর্মী গৌরী লঙ্কেশ কট্টরপন্থী হিন্দুত্ববাদ বিরোধী হিসাবে পরিচিত ছিলেন। গৌরী লঙ্কেশের হত্যা সাংগঠনিক অপরাধ। কট্টরপন্থী হিন্দুত্ববাদী সনাতন সংস্থার সঙ্গে যুক্ত দুষ্কৃতীরাই খুন করেছে তাঁকে। এমনটাই জানিয়েছিল কর্নাটক পুলিশের বিশেষ তদন্তকারী দল SIT ৷
Be the first to comment