ডায়েরি হাতে পেয়ে উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন তদন্তকারী অফিসাররা। গৌরী লঙ্কেশ খুনের যবনিকা পতন হতে চলেছে বোধ হয় এবার। কিন্তু ডায়েরি পড়েই চক্ষু চড়ক গাছ পুলিশের। শুধু গৌরী নয়, জানা গেল আরও ৩৬টি নাম। কার পালা আগে, আর কে পড়ে, সব সুচারুভাবে লেখা রয়েছে ডায়েরিতে। মোটামুটি উগ্র হিন্দুদের বিষ নজরে কারা রায়েছেন, তাঁদের বিস্তারিত তালিকা দেখে ঘোর কাটছে না অফিসারদের। গৌরী খুনে ধৃত সন্দেহভাজন অমল কালের কাছ এই ডায়েরি উদ্ধার হয়েছে। যার বেশির ভাগটাই লেখা ছিল সাঙ্কেতিক ভাষায়। আরও জানা গেছে, ৩৬ জনের ওই তালিকায় কর্নাটকের রয়েছেন ১০ জন। বাকি সকলেই মহারাষ্ট্রের। শুধু তাই নয়, খুন করার জন্য কোন কোন শুটারকে কী কী দায়িত্ব দেওয়া হয়েছে সেই বিবরণও রয়েছে সেখানে। জানা গেছে, ওই কাজ সম্পূর্ণ করতে মহারাষ্ট্র ও কর্নাটক থেকে প্রায় ৫০ জন শুটারকে নিয়োগ করার পরিকল্পনা করা হয়েছিল। ওই শুটারদের মধ্যে বেশ কয়েক জন আবার বোমা, বন্দুক, পিস্তল, এয়ারগান চালাতে দক্ষ। যাদের বেশির ভাগকেই বেলগাও, হুবলি এবং পুনে থেকে বেছে নেওয়া হয়েছে। সাঙ্কেতিক ভাষার পুরো পাঠোদ্ধারের আদা জল খেয়ে লেগেছে পুলিশ।
Be the first to comment