মেয়র হিসাবে শপথ নিয়েই শিলিগুড়িকে তিলোত্তমা বানানোর ঘোষণা গৌতম দেবের। মঙ্গলবার শিলিগুড়ির মেয়র হিসাবে শপথ নেন গৌতম দেব। চেয়ারম্যান হিসেবে শপথ নেন প্রতুল চক্রবর্তী। শপথ বাক্য পাঠ করান দার্জিলিং জেলা শাসক এস পুন্নবালম।
শপথ নেওয়ার পরেই শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানান, বিরোধী রাজনীতি করেই আজকে শিলিগুড়ির এই জয়। শিলিগুড়িকে তিলোত্তমা শহর বানানোর কথা ঘোষণা করেন। তিনি বলেন, “সংযোজিত এলাকার ১৪টি ওয়ার্ড আছে। ১৪টি ওয়ার্ডে নাগরিক পরিষেবা যাতে সুষ্ঠু ভাবে পৌঁছে দেওয়া যায় সেই চেষ্টা করব।
শিলিগুড়ির মূল সমস্যা যানজট। যানজট সমস্যা কী করে কমানো যায় সেই নিয়ে শিগগিরই তিনি আলোচনা করবেন, জানান গৌতম। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে এসে শিলিগুড়ি শহরকে যানজট মুক্ত করার জন্য ব্যবস্থা গ্রহন করার কথা বলেছিলেন। আর একটি সমস্যা জলের। সেই সমস্যাও দ্রুত মেটাবেন বলে আশ্বাস দেন নতুন মেয়র।
Be the first to comment