জিডি বিড়লা স্কুল খুলে যাচ্ছে বৃহস্পতিবার, ৭ই ডিসেম্বর, ২০১৭। স্কুলের অচলাবস্থা কাটাতে এদিনও হয় বৈঠক। স্কুল খোলা ও প্রিন্সিপ্যালের পদত্যাগের দাবি নিয়ে অভিভাবকদের মধ্যে মতবিরোধ ছিল। তাই গোলমালের আশঙ্কায় পুলিশও মোতায়েন ছিল। বৈঠক শেষে কর্তৃপক্ষ জানায়, কাল থেকে স্কুলে প্রিন্সিপ্যাল থাকছেন না স্কুলে। তবে কালই খুলে যাচ্ছে স্কুল। এর আগে পুলিশ লালবাজারে ডেকে এনে জিডি বিড়লা কান্ডে ক্লাস টিচার সহ আয়া, সুইপার সহ চারজনকে জিজ্ঞাসাবাদ করে। প্রিন্সিপ্যালের বয়ানের সাথে এদের বয়ান মিলিয়ে দেখা হবে। প্রত্যেকেরই বয়ান রেকর্ড করে খুঁতিয়ে দেখছেন গোয়েন্দারা। প্রয়োজনে জিডি বিড়লা কর্তৃপক্ষকেও ডাকা হবে। অন্যদিকে আলিপুর স্পেশ্যাল পকসো আদালতে নির্যাতিতার বাবা মায়ের গোপন জবানবন্দীর আবেদন জানায় পুলিশ। বিচারক এই আবেদন মঞ্জুর করেছেন। আগামীকাল আলিপুর আদালতে নির্যাতিতা শিশুটিরও গোপন জবানবন্দী নেওয়া হবে। আজ এস এস কে এম হাসপাতালে নির্যাতিতা শিশুটির মেডিক্যাল টেস্ট করা হয়। রিপোর্ট পরে পাওয়া যাওয়া যাবে। ধৃত দুই শিক্ষককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
Be the first to comment