প্রিন্সিপাল গ্রেফতার না হলে লালবাজার অভিযান, জানালো অভিভাবক ফোরাম

Spread the love

জিডি বিড়লা স্কুলে অভিভাবকরা আজও অবস্থান, বিক্ষোভে সামিল হন। প্রিন্সিপালের গ্রেফতার এবং স্কুল খোলার দাবিতে সরব হন তারা। শুধু জিডি বিড়লা স্কুলের ছাত্রীদের অভিভাবকরাই নয়। অবস্থা, বিক্ষোভে সামিল হয়েছেন অন্যান্য স্কুলের ছাত্র-ছাত্রীদের অভিভাবক এবং পথ চলতি সাধারণ মানুষও। এদিন জিডি বিড়লা স্কুলে আসেন বিজেপি নেত্রী, সাংসদ রূপা গাঙ্গুলী। যদিও অভিভাবকরা এই আন্দোলনে রাজনীতির রঙ লাগুক সেটা চায়নি। অখুশী অভিভাবকরা ফিরে যেতে বলেন রূপা গাঙ্গুলীকে। যদিও রূপা গাঙ্গুলী জানান বিকেল ৪টে পর্যন্ত তিনি এখানে থাকবেন। তিনি বলেন প্রিন্সিপালকে গ্রেফতার কর‍তে হবে এবং অবশ্যই স্কুল খুলতে হবে। এদিনও স্কুলে আসেন শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী। এই সবের মাঝখানে চরম হুঁশিয়ারী দেন জিডি বিড়লা স্কুলের অভিভাবক ফোরাম। ২৪ ঘন্টার মধ্যে প্রিন্সিপাল গ্রেফতার না হলে আগামীকাল লালবাজার অভিযান করা হবে বলে জানান তারা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*